ডঃ মনিষ তামাংওক প্রার্থী করিয়া লড়াই জিতিবার তানে মরিয়া কংগ্রেস

শিলিগুড়ি,নিজ খবরিয়া : জোট নিয়া ভোটের রণকৌশল শুরু হইল দার্জিলিং লোকসভা কেন্দ্রত। বিজেপির বিরুদ্ধত তৎপর হইছে রাইজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভূমিপুত্র গোপাল লামাক প্রার্থী করিয়া চমক দিছে দার্জিলিং লোকসভা কেন্দ্রত। অইন্যপাখায় ফির ওমার জিতা আসনত যুদ্ধত নামিছে রাজু বিস্টা। কাহ অনিত থাপাক নিয়া কাহ বিমল গুরুংক পাশত নিয়া লড়াইত সঙ্ঘবদ্ধ হইছে। ব্যতিক্রম না হয় কংগ্রেস,সিপিএম । হামরো পার্টিক সাথত নিয়া যুদ্ধত নামিছে দার্জিলিং জেলা কংগ্রেস।

ডঃ মনিষ তামাংওক প্রার্থী করিয়া এইটা লড়াই জিতিবার তানে মরিয়া কংগ্রেস দল। বিতা শুকুরবার ভোট প্রচার শুরু করিছে কংগ্রেস। জোট সঙ্গীলাক নিয়া প্রচার শুরু করিল ওমা। এদিনা দুপুরত অনিল বিশ্বাস ভবনত একটা বৈঠকত মিলিত হয় সিপিএম,,হামরো পার্টি আর কংগ্রেস নেতৃত্বলা।বৈঠকের পরে সগায় একঠে হয়া শহর শিলিগুড়িত ভোট প্রচারত নামিল ওমা ।দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী ড:মুনিষ তামাং জানাইল,,বিজেপি পাহাড়ের মানষিলার সাথত প্রতারনা করেছে।মিছা প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয় নাই ওমা ।

অইন্যপাখায় নানান নাখান পর্ষদ বানেয়া ভোট ব্যাংক তৈরি করেছে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস। পাহাড়ের প্রকৃত উন্নতি একমাত্র কংগ্রেস জোট প্রার্থী দ্বারা সম্ভব।তার বাদে মানষিলা ওমাক ভোট দিবার তানে আটুস আরো আবদার জানাইল।

Spread the love