বানারহাট থাকি এবার লিড পাবে তৃণমূল: তৃণমূল প্রার্থী

এইবার বানারহাট থাকিয়া লিড পাবে তৃণমূল” শুকুরবার বানারহাটত কর্মীসভা করিয়া এইটা কাথা কন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়।

এদিনা বেলাভাটি লোকসভা নির্বাচন উপলইক্ষে বানারহাটত দলীয় কার্যালয়ত কর্মীসভা করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়। ওঠেনা ধূপগুড়ি বিধানসভার ভিতিরা বানারহাট ব্লকের শালবাড়ি ১, শালবাড়ি ২ ও বানারহাট ১ অঞ্চলের নেতা সদস্যলা উপস্থিত আছিলেন।

তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় ছাড়াও উপস্থিত আছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, রাজ্যের অনগ্ৰসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক, বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর গুরুং সাথত ভেল্লা মানষি। কর্মীসভার পর সাংবাদিকলার মুখামুখি হয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় কন”পত্থম ধাপত সবগিলা বিধানসভা এলাকাত কিছু জাগাত একবার করিয়া প্রচার হইছে, দুতীয় ধাপত কিছু জাগাত প্রচার হবে।

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনত জয়ের পর বানারহাটত দমকল কেন্দ্র হবার যাসে, বানারহাট হাসপাতালের মানোন্নয়ন হচে, এঠেকার নেতালা ভালো কাম করেছেন তার বাদে এইবার বানারহাটত লিড হবে।”বিতা বছরের সেপ্টেম্বর মাসত ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনত তৃণমূল কংগ্রেস জয় পাইছিলো । কিন্তুক ধূপগুড়ি বিধানসভার অন্তর্গত ডুয়ার্সের বানারহাট এলাকাত লিড পায়নাই তৃণমূল কংগ্রেস। ডু

য়ার্সের বানারহাটের এইটা চা বাগান এলাকাত বিজেপি ভালো ফল করে।

Spread the love