বোদাগঞ্জের ভামরিদেবী মন্দিরত পুজা দিয়া ভোটের প্রচার আরাম্ভ করিল প্রার্থী জয়ন্ত কুমার রায়

সংবাদদাতা, রাজগঞ্জ: জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রত ভোট আইসা ১৯ এপ্রিল। হাতত আছে মাত্র কয়টাদিন। শনিবার বোদাগঞ্জের ভামরিদেবী মন্দিরত পুজা দিয়া ভোটের প্রচার আরাম্ভ করিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় ।

নাথুয়ার চর এলাকাত প্রচারত যায়া খোল বাজেয়া নাম সংকীর্তন কইরলেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়।পত্তিদিনায় লোকসভার বিভিন্ন এলাকাত প্রচার করির যাছেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়।শনিবার রাজগঞ্জের গজলডোবা সংলগ্ন এলাকাত প্রচারত আইসে।ওইটেকোনা খোল বাজায়া নাম সংকীর্তন করি প্রচার সারিলেন উমরা। পত্থম দিনা রাজগঞ্জের প্রচারত ব্যাপক সাড়া পাইলেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী।

ভোটের প্রচারত উপস্থিত আছিলেন রাজগঞ্জ ব্লক সভাপতি নিতাই মন্ডল, জলপাইগুড়ি জেলা কিষান মোর্চার সভাপতি নকুল দাস, কনভেনর দিলীপ চৌধুরী, কো কনভেনর নারায়ন চক্রবর্তী সুদায় ভেল্লা নেতা।

জলপাইগুড়ির বিজেপির প্রার্থী ডা. জয়ন্ত কুমার রায় কন রাজগঞ্জত পত্থমদিনার ভোট প্রচারত আসি সাকালে ভ্রামরি দেবির মন্দিরত পুজা দিয়া নাথুয়ারচর , টাকিমারী বাজার, সরস্বতীপুর চা বাগান এলাকাত জনসংযোগ করিবার সথে সথে শহীদ উলেন রায়ের বেদীতে মাল্যদান করেন।

Spread the love