২৯৬ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার ৩ যুবক

নিজ খবরিয়া,২৯ মার্চ: খড়িবাড়িত এসএসবির ৪১ নং ব্যাটেলিয়ানের জত্তয়ানলা আলদা আলদা দুইটা জাগাত অভিযান চালেয়া উদ্ধার করিল ২৯৬ গ্ৰাম ব্রাউন সুগার । ঘটনাত গ্ৰেপ্তার ৩ জন যুবক ।

জানা গেইসে , গোপন সূত্রত খবর পায়া বিসতিবার রাতিত খড়িবাড়ি ব্লকের ভিতিরা পানিট্যাঙ্কির বগলত গৌড়সিংজোতত পত্থমে হানা দেয় এসএসবি। ওইঠে সন্দেহভাজন একটা গাভুর চ্যাংরাক আটক করি পুচতাস করিলে উয়ার কাথার মইধ্যে কোন খেও না পায়া গাভুর চ্যাংরাটাক তালাশি করে এসএসবি । গাভুর চ্যাংরাটারটে থাকিয়া ৯৬ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয় ।

আটক গাভুর চ্যাংরাটার নাম জিতেশ সেরপা , উমায় নেপালের কাঁকরভিটার বাসিন্দা । উল্টাপাখে খড়িবাড়ি ব্লকের ভিতিরা বুড়াগঞ্জে গ্ৰাম পঞ্চাইতের চরনা জোতত হানা দিয়া ২ জন গাভুর চ্যাংরাক আটক করে এসএসবি। উমারটে থাকি ২০০ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়। উমার নামলা হইল ভায়া মুর্মু আর সুরাই হাজদা , দুইজহনে চরনা জোতের বাসিন্দা। পাছত আটক ৩ জহনকে খড়িবাড়ি পুলিশের হাতত তুলি দেয় এসএসবি ।

ধৃত গাভুর চ্যাংরালাক আজি শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হইসে। রিমান্ডে নিয়া গোটায় ঘটনার তদন্ত শুরু করিবে পুলিশ।

Spread the love