অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাজাগা দেখিবার গেইল তৃণমূল কংগ্রেসের সদস্যলা

নিজ খবরিয়া, কোচবিহার :অভিষেকের সভার তানে জোরকদমত প্রস্তুতি শুরু করি দিছে তৃণমূল কংগ্রেস। আইসা ১৯ এপ্রিল কোচবিহারত পত্থম দফাত লোকসভা নির্বাচনের অনুষ্ঠান হবে। সেইটা লোকসভা নির্বাচনক কেন্দ্র করিয়া জোরকদমত প্রচার শুরু করি দিছে সৌগ রাজনৈতিক দল। হারেয়া যাওয়া আসন ফিরি পাবার তানে কমর বানধিয়া নামিয়া পড়িছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বলা। কোচবিহারত একটার পর একটা লাগাতার সভা আছে রাইজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বগলাবগলি কোচবিহারত সভা আছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আইসা ১৬ এপ্রিল কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের গোপালপুর গ্রাম এলাকাত সভা করিবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাটাক সফল করিবার উদ্যোগী হইছে জেলা তৃণমূল কংগ্রেস। সোমবার দিন দুপুরত কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের গোপালপুর গ্ৰামের ছাগলবেড় লাগেয়া এলাকাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার মাঠ পরিদর্শন করে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এইলা ছাড়া ওঠে উপস্থিত আছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার 2 নং ব্লকের সভাপতি সজল সরকার, গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত চাকদার সাথত অইন্য তৃণমূল নেতৃত্বলা।

তৃণমূল সূত্র থাকি জানা গেইছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার করিয়া গোপালপুর এলাকাত সভাত উপস্থিত হবেন। তার বাদে মঞ্চের বগলতে একটা হেলিপ্যাড তৈয়ার করা হবে। সমস্ত রকমভাবে প্রস্তুতি চলেছে। আইসা লোকসভা নির্বাচনত কোচবিহার আসনটা পুনরুদ্ধার করিবার কোনরকম খামতি রাখিবার চায় না তৃণমূল কংগ্রেসের নেতৃত্বলা।

Spread the love