অরুণাচল প্রদেশের আটটা বুথত পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন, কেনে হবে আবার ভোট?


দেওবার মণিপুরের ১১টা বুথত পুনর্নির্বাচনের নির্দেশ দিছিল নির্বাচন কমিশন। সোমবার ফের ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হইল উত্তর-পূর্বাঞ্চলের আর এক রাজ্য অরুণাচল প্রদেশের আটটা বুথত।দেওবার মণিপুরের ১১টা বুথত পুনর্নির্বাচনের নির্দেশ দিছিল নির্বাচন কমিশন। সোমবার ফের ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হইল উত্তর-পূর্বাঞ্চলের আর এক রাজ্য অরুণাচল প্রদেশত আটটা বুথত।অরুণাচলের মুখ্য নির্বাচনী আধিকারিক লিকেন কোয়ু সোমবার কন, ‘‘আইসা ২৪ এপ্রিল (বুধবার) সাকাল ৬টা থাকি দুপুর ২টা পর্যন্ত ওইলা বুথগিলাত ফের ভোট হবে।’’ ওমা জানাইল বিতা , শুক্রবার ভোটগ্রহণপর্বত অনিয়ম, হিংসা আর ভোটযন্ত্রত (ইভিএম) গোলযোগের তানে ওইলা বুথগিলাত পুনর্নির্বাচন হবে।যেইলা বুথগিলাত পুনর্নির্বাচন হবে তার মধ্যত আছে পূর্ব কামেং জেলার বামেং বিধানসভা কেন্দ্রের সারিও, কুরুং কুমেয়ের নিয়াপিন বিধানসভা আসনের লংটে লথ, ডিংসের, বগিয়া সিয়ুম, জিম্বারি আর আপার সুবনসিরি জেলার নাচো বিধানসভা কেন্দ্রের অধীনত লেঙ্গি ভোটকেন্দ্র। এইলা ছাড়া সিয়াং জেলার রামগং বিধানসভা কেন্দ্রের বোগনত আর মোলোম বুথত পুনর্নির্বাচন হবে।বিতা শুক্রবার অরুণাচলত দুইটা লোকসভা আসনের সাথত বিধানসভার ভোটগ্রহণও হছে। সেটা রাজ্যত ৬০টা বিধানসভার মধ্যত সাতটাত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতি গিইছে শাসকদল বিজেপি। ২০১৪-র বিধানসভা ভোটত জিতি অরুণাচলত কংগ্রেস সরকার গঠন করিলেও পরবর্তী সময়ত মুখ্যমন্ত্রী পেমা খান্ডু অধিকাংশ বিধায়কক নিয়া বিজেপিত যোগ দিছিলেন। ২০১৯-এর ভোটত সেঠে নিরঙ্কুশ গরিষ্ঠতা পাইছিল পদ্মশিবির। এইবার কংগ্রেস, এনপিপির মতো বিরোধী দলগিলা থাকিলেও সেঠে বিজেপির ক্ষমতা পুনর্দখল কার্যত নিশ্চিত বলি মনে করা হসে। লোকসভার ভোটগণনা ৪ জুন হইলেও অরুণাচল বিধানসভার ভোটগণনা ২ জুন।

Spread the love