আইপিএলত নয়া মাইলফলক স্পর্শ শুভমনের, খেলা শুরুর আগত পাইল স্মারক


আইপিএলত মাইলফলক স্পর্শ করিল শুভমন। বুধবার দিল্লি-গুজরাত ম্যাচের আগত নয়া কীর্তির তানে ওমার হাতত তুলি দেওয়া হইল বিশেষ স্মারক।আইপিএলত নয়া মাইলফলক স্পর্শ করিল শুভমন গিল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধত টস করিবার তানে নামার সাথত নয়া কীর্তি বানাইল গুজরাত টাইটান্স অধিনায়ক। দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আইপিএলত ১০০টা ম্যাচ খেলার নজির বানাই ওমা। আইপিএলত শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করিল শুভমন। এর আগত পর্যন্ত আইপিএলত ৯৯টা ম্যাচ খেলাইছিলেন ওমা। বুধবারের ম্যাচ ওমার শততম। খেলা শুরুর আগত গুজরাত টাইটান্সের পক্ষ থাকি শততম ম্যাচের তানে বিশেষ স্মারক দেওয়া হইল শুভমনক। দলের অইন্য ক্রিকেটারলা ওমাক শুভেচ্ছা জানাইল। শুভেচ্ছা জানান দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারলা। শুভমনের শততম আইপিএল ম্যাচের কাথা সমাজমাধ্যমত জানাইছেন গুজরাত আর আইপিএল কর্তৃপক্ষও। এলা পর্যন্ত আইপিএলত সব থাকি বেশি ম্যাচ খেলার নজির আছে মহেন্দ্র সিংহ ধোনির। ওমা ২৫৮টা ম্যাচ খেলাইছেন।শততম ম্যাচের অনুভূতি নিয়া টসের সময় শুভমন কইছেন, ‘‘১০০টা ম্যাচ খেলেবার পারাটা হামার কাছত মেলা কিছু। কনেকে রাস্তা পার হইছি । আরো মেলা রাস্তা বাকি আছে। হামার লক্ষ্য ভাল ক্রিকেট খেলায় যাওয়া। দলের তানে খেলা।’’

Spread the love