আগুনত পুড়িয়া ছাই হয়া গেইল মৌলানি বাজারত কয়েকখান দোকান

ক্রান্তি: বিধ্বংসী অগুন লাগিবার বাদে পুড়ি ছাই হয়া গেইল মৌলানি বাজারত কয়েকখান দোকন। জানা গেইছে, শুকুরবার রাতিত আনুমানিক বারোটা নাগাদ ক্রান্তি ব্লকের এইটা বাজারত থাকা একটা দোকান থাকি আগুন বেড়েবার দেখে ওঠেকার মানষিলা ।

ওমায় আগত আগুন নিয়ন্ত্রণত আনিবার চেষ্টা করে। খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রত।খবর পায়া ময়নাগুরি দমকল কেন্দ্র থাকি একটা ইঞ্জিন ঘটনাজাগাত পৌঁছায়। ঘটনাজাগাত আইসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ। তার আগত বাজারের চারটা দোকান পুরাপুরি পুড়িয়া ছাই হয়া যায়। একটা জুয়েলারি দোকান সাথত আগুনত ছাই হয়া যায় ফলের দোকান লক্ষাধিক টাকা ক্ষতি অনুমান করে মানষিলা ।

ভোটের দিনত আগুন লাগিবাটাক কেন্দ্র করিয়া এলাকাত গাপাগুপা সৃষ্টি হয়। কেনুগ করিয়া আগুন লাগিল এলা অনুমান করা যায় নাই। কিন্তু ঘটনা কেনুগ করিয়া ঘটিল তদন্ত করেছে ক্রান্তি ফাঁড়ির পুলিশ।

Spread the love