প্রশান্ত বর্মন ও বাপ্পা রায় ,২৯ মার্চ , শিলিগুড়ি: -আজি হটাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জরুরি বৈঠকত ড্যাকে নিগাইল দার্জিলিং লোকসভা আসনের বিজেপি প্রার্থী রাজু বিস্তাক।তাইলে কী কোন সমইস্যা পাকিচে দলের ভিতিরাত? ২০১৯-র লোকসভা নির্বাচনত বিপুল ভোট ত জিতিছিল বিজেপি প্রার্থী রাজু বিস্তা। আরত্ত রাইজ্যর অন্যতম আসন বুলিয়া পরিচিত দার্জিলিং লোকসভা আসন ।
বিজেপি জেটে পত্যেক নির্বাচনত জয়ী হয় । আরত্ত পত্যেক নির্বাচনত প্রার্থী পাল্টা হয়, এইবার সেই ঐতিহ্য ভাঙ্গেচে বিজেপি। ফির প্রার্থী হিসাবে রাজুর নাম ঘোষণা করা হইছে। কিন্তুক ঔন্য বারের নাখান পাহাড়ের আঞ্চলিক দলগিলা এইবার সাথ দেয়নাই বিজেপিক। গোর্খা আবেগত ভর করি জোট প্রার্থী দিবার পরিকল্পনা করেচে উমরা। এই নিয়া বিসতিবার দার্জিলিংত সর্বদলীয় বৈঠক ড্যাকাইছিল উমরালা ।
ওই বৈঠকত আছিল কার্শয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা , উমায় এইবার লোকসভা নির্বাচনত বিজেপির বিরুদ্ধত নির্দল দারাবা চাহাচে রাজুর বিরুদ্ধত । তবে আঞ্চলিক দলগিলার জোট হলে উমাক সাথ দিবে বুলিয়া জানা গেইসে । তাইলে কী এইটা খবর পৌঁছি গেইসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর কানত ? কেনেনা পাহাড়ত ভূমিপুত্র প্রার্থীর দাবি উঠিসিল মেলাবার । যেইটে লোকসভা নির্বাচনের প্রার্থী তৃনমূল একেবারে ঘোষণা করিসে, উল্টাপাখার রাইজ্যর পধ্যান বিরোধী রাজনৈতিক দল বিজেপি সেইটা কিন্তুক করে নাই
।পত্থমে কয়েটা আসনত প্রার্থী ঘোষণা করিলেও, ওইঠে বাদ ছিল উওরবঙ্গের মেলা আসনের প্রার্থী ঘোষণা। যদিও অইন্যান আসনের থাকি দার্জিলিং লোকসভা আসনত প্রার্থী কায় হবার পারে সেইটা নিয়া আগ্রহ আছিল গোটায় রাইজ্যের মানষিলার মনত। বিজেপি প্রার্থীর নাম নিয়া সমইস্যা হইসিল দলের ভিতিরাতে। কিন্তুক গেল মঙ্গলবার বিজেপি রাইজ্য সভাপতি দিল্লি থাকি আসি বাগডোগরা বিমানবন্দরত কন, “অল কিলিয়ার” কাঞ্চনজঙ্ঘার মতো পরিষ্কার, কোন সমইস্যা নাই । উয়ার এক দিন পাছত বাকি আসনগিলার প্রার্থী ঘোষণা করি দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।
ওইঠে দার্জিলিং-র প্রার্থী রাজু বিস্তার নাম আইসে। কিন্তুক নাম ঘোষণা করার পাছতো প্রচারত কম দেখা গেইসে রাজুক , ইয়ারে মইধ্যৎ কেন্দ্রীয় নেতৃত্ব জরুরি বৈঠকত রাজুক ড্যাকে নিয়া যায় কী কারণে? সেইটা না কইলেত্ত রাজু বিস্তা কন , ড্যাক পায়া যাসু একদিনের তানে । সাথত পাহাড়ের গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুংক নিজের রাজনৈতিক গুরু বলিয়া কহে । বিমলক পাশত পাবে এমনে রাজুর শারীরিক ভাষাত বুঝা গেইসিল। এইপাক্ষে বিমলের গোর্খা জনমুক্তি মোর্চার যুব সংগঠন ওইঠে জড়ো হত্তয়ার বাদে সর্বদলীয় বৈঠক ড্যাকাইসিল বিতাকালি । এটেই রাজনৈতিক মহলের মত, পাহাড়ের আঞ্চলিক দলগিলাক পাশত না পাইলে সমস্যাত পড়িবে বিজেপি।
এইটেকোনায় প্রশ্ন উঠিবার ধরিসে ১ এপ্রিল বিজেপি যে মনোনয়নপত্র দাখিল করিবার চাইসিলেক , ওইঠে কী প্রার্থী বদলি দেওয়া হোবে ? পাহাড়ের ভুমিপত্র প্রার্থী খুঁজিবে কী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব?