আসানসোল আসনত বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া

নিজ খবরিয়া, আসানসোল: শেষ পর্যন্ত আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করিল আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী বিজেপি।

বুধবার বিজেপির তরফ থাকি জানাইসে, আসানসোলের আসনত বিজেপি প্রার্থী হইচ্ছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। ওমা বর্তমানত বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। এর আগত ২০১৪ সালত ওমা দার্জিলিং এর আসনত বিজেপির টিকিটত জিতিয়া সাংসদ হইছিলেন।আগত আসানসোলের আসনত প্রার্থী হিসাবেব পবন সিংয়ের নাম ঘোষণা করিছিল বিজেপি। পরে পবন জানায় এইটা আসনত প্রার্থী হবেন না ওমা। পরে সেলা বিজেপি এইটা আসনের প্রার্থীর নাম ঘোষণা করে নাই এতদিনত। মাঝত জল্পনা চলেছিল, জিতেন্দ্র তিওয়ারিক প্রার্থী করিবার পারে পদ্ম শিবির।

কিন্তু ওইটা আর শেষ পর্যন্ত হল নাই। বিজেপি এইটা আসনত আলুওয়ালিয়াক প্রার্থী করিল। ১৩ মে আসানসোলত ভোটগ্রহণ করা হবে।

Spread the love