নিজ খবরিয়া ,উত্তর দিনাজপুর : দ্বিতীয় দফাত ২৬ এপ্রিল রাইজ্যের তিনটা আসন— দার্জিলিং, রায়গঞ্জ আর বালুরঘাটত ভোট আছে। ওইটা নজরত রাখিয়া উত্তরবঙ্গত আরো দুইটা সভা করিবেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের মুখত রায়গঞ্জত প্রধানমন্ত্রী। ১৬ তারিখ বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনত রায়গঞ্জত আর বালুরঘাটত সুকান্ত মজুমদারের সমর্থনত সভা করিবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জলপাইগুড়িতে নরেন্দ্র মোদীর সভা থাকি ঘোষণা করিলেন বিজেপির রাইজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নরেন্দ্র মোদীর সভা নিয়া সভা জায়গা ঠিক করিবার তৎপরতাত বিজেপি। রায়গঞ্জ শহরত বিজেপির সভা হবার পারে। সভার পাশাপাশি সেদিনা রোড শো প্রধানমন্ত্রী করিবার পারে বুলি বিজেপি থাকি জানা গেইছে।