নিজ খবরিয়া, শিলিগুড়ি:আইসা লোকসভা নির্বাচনের তানে উত্তরবঙ্গত সৌগ কেন্দ্রের তৃণমূল প্রার্থীলাক সমর্থন জানাইল কামতা রাজবংশী পরিষদ। স্বাধীনতার সাত শতক পার হহা গেইলেও উত্তরবঙ্গত রাজবংশী সম্প্রদায়ের মানষিলা এলাও নানান নাখান সমস্যাত আছে।
রাজবংশী সম্প্রদায়ের উন্নতির নিয়া সবচায়া বেশি তৃণমূল সরকার ভাবিছে বুলিয়া দাবি করিলেন কামতা রাজবংশী পরিষদের সভাপতি রাহুল বর্মন। আর সেইলা উন্নতির কাথা মাথাত থুইয়া এইবছর পরিষদের তরফত তৃণমূলটাক সমর্থন জানাইল ওমা। এইটা বিষয় নিয়া তৃণমূলের রাইজ্য নেতৃত্তের সাথত আলোচনা হইছে বুলি জানাইল এদিনা। রাজবংশী এলাকাত উন্নতি, রাজবংশী সংস্কৃতি রক্ষা, ওমার শিক্ষার উন্নতি করা সাথত দশ দফা দাবি রাইজ্য নেতালাক জানে দেওয়া হইছে। পরিষদের নেতালা জানাইল হামা আশা করেছি তৃণমূল সরকার হামার দাবি পূরণ করিবার পারিবে।