নিজ খবরিয়া ,ক্রান্তি, ৭এপ্রিল: দেওবার ক্রান্তি ব্লকের সুবর্ণপুর চা বাগানের 5 নং সেকশনত উদ্ধার হইল পূর্ণবয়স্ক পুরুষ চিতা বাঘের দেহা। জানা গেইছে শনিবার চা বাগানত চা কামলালা কাম করিবা যায়া পচা গন্ধ পায়। সেলায় চা কামলালা বাগানের কর্তৃপক্ষক জানায়। দেওবার সাকালে চা বাগানের কামলালা কাম করিবার যায়া দেখিবার পায় মরা চিতা বাঘের দেহা পড়ি আছে।
ফলে খবর দেয় আপালচাঁদ বনকর্মীলাক । মড়া চিতা বাঘটাক উদ্ধার করিয়া নিয়া যায় আপালচাঁদ রেঞ্জের বন কর্মীলা। মরা চিতা বাঘের দেহা ময়নাতদন্তের তানে প্যাঠায় বুলি জানাইল বৈকন্ঠপুর ডিভিশনের এ ডি এফ ও মঞ্জুলা তিরকি।