নিউজ ডেস্ক,৩১ মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পাছত উত্তরবঙ্গত আইসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌগ ঠিকঠাক থাকিলে এপ্রিলের শুরু থাকিয়ায় লোকসভা প্রচারত ঝড় তুলিবার চাহেছে বিজেপি নেতৃত্ব। মোদি-শাহ-নাড্ডা পর পর সভা করিবেন রাইজ্যত। আসিবেন ভেল্লা রাজ্যের মুখ্যমন্ত্রীলা।
রবিবার নদিয়ার কৃষ্ণনগর থাকিয়া তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনত লোকসভা ভোটের নির্বাচনী প্রচার শুরু করিছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইসা ৪ থাকিয়া ৬ এপ্রিল টানা উত্তরবঙ্গর মেলা লোকসভা কেন্দ্রত নির্বাচনী প্রচারত রোড-শো, জনসভা আরও জনসংযোগ কর্মসূচিত অংশ নেবেন উমরা। ফিরি আসিয়া ৭ আর ৮ এপ্রিল দক্ষিণবঙ্গের বাঁকুড়া আর পুরুলিয়াত নির্বাচনী সভা কইরবেন মুখ্যমন্ত্রী ।
মুখ্যমন্ত্রী ফিরি আইসার পাছত উত্তরবঙ্গত নির্বাচনী প্রচারত আইসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ, ১৯ এপ্রিল পত্থম দফাত ভোট আছে, উত্তরবঙ্গর কোচবিহার, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারত। বিজেপি সূত্রত শনিবার জানা গেইছে, লোকসভা ভোটের প্রচারত বাংলাত আসিয়া ১৫টা সভা করিবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কমকরিয়া ১২টা সভা করিবেন।
ভোট ঘোষণার পর বাংলাত উত্তরবঙ্গ দিয়া মোদির নির্বাচনী প্রচার শুরু হইচ্ছে। এপ্রিলের প্রথম সপ্তাহত শেষত নাহলে দ্বিতীয় সপ্তাহের শুরুতেই মোদি-শাহর জনসভা শুরু হবে বাংলাত। তার তানে আইসা ৪ এপ্রিল থাকিয়া জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও দলীয় প্রার্থীলার সমর্থনত পর পর জনসভা করিবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, মুখ্যমন্ত্রী চলি আসার পর উত্তরবঙ্গত প্রচারত যাবার পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
বাংলাত অর্ধেকের বেশি আসনত প্রার্থী নিয়া তীব্র ক্ষোভ চলেছে বিজেপির অন্দরত। অধিকাংশ কেন্দ্রত গেরুয়া সংগঠনের হাল খারাপ। তার বাদে মোদি-শাহক আনিয়া যত বেশি সভা করিয়া পদ্মের পক্ষত যতটা হাওয়া তুলা যায় সেই চেষ্টাত নামিছেন বঙ্গ-বিজেপির নেতৃত্ব। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি বলে পদ্ম নেতালা দাবি করিলেও, একুশের বিধাসভা ভোটের পর ছবি বদলি গেইছে। আলিপুরদুয়ারে জন বার্লার বদলত মনোজ টিগ্গাক প্রার্থী করায় বার্লা শিবিরত যথেষ্ট ক্ষোভ আছে। আরো জলপাইগুড়িত খুব একটা ভাল পরিস্থিতিত নাই বিজেপি। আলিপুরদুয়ার ও কোচবিহারত দুইটা জনসভা করার কাথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মার্চের শুরুত শিলিগুড়িত একটি সভা করিছিলেন মোদি। তার তানে জলপাইগুড়িত আর সভা নাও করিবার পারে ওমা। উত্তরবঙ্গে রায়গঞ্জ, বালুরঘাট ও মালদহ উত্তরত প্রধানমন্ত্রীর জনসভা আছে।
উত্তরবঙ্গে পাঁচটা সভা করার কাথা প্রধানমন্ত্রীর। দক্ষিণবঙ্গে বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথিত ওমার সভা করার কাথা। দক্ষিণ ২৪ পরগনায় একটা সভা করিবার পারেন মোদি। কলকাতায় শহিদ মিনার ময়দানত মোদি না হলে শাহক দিয়া জনসভা করাবে বঙ্গ বিজেপি। অমিত শাহ জনসভা করিবেন দার্জিলিং, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বোলপুর, বনগাঁ, তমলুক, ঘাটাল, দমদম, বসিরহাট, বারাসত ও কলকাতাত। জলপাইগুড়ি, বহরমপুর, বারাকপুর, উলুবেড়িয়া, ঝাড়গ্রাম-সাথত মেলা কেন্দ্রত সভা করিবেন জে পি নাড্ডা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত নাত ,অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহারাও বাংলাত প্রচারত আসিবেন। প্রচারত আসিবেন স্মৃতি ইরানি, মুক্তার আব্বাস নকভি, সতপাল মহারাজলা।