কাম করিয়াও পি.এফ. আরও গ্র্যাচুইটির টাকা নাই পায় ,বাইধ্য হয়া আন্দোলন আরাম্ভ করিল কামলাগিলা

নিজ খবরিয়া, ২৮ মার্চ, মাটিগাড়া:-
কাম করিয়াও পি.এফ. আরও গ্র্যাচুইটির টাকা নাই পায়। বাইধ্য হয়া আন্দোলন আরাম্ভ করিল মাটিগাড়ার একটা বেসরকারি পাউরুটি কোম্পানির বিরুদ্ধত ।

জানা গেইসে, মাটিগাড়া থানার ভিতিরা পাচকেলগুড়িত একটা বেসরকারি পাঁউরুটি কোম্পানিত বিতা ৭ মাস আগত ৭ জন কামলা অবসর গ্রহণ করিসিলেক‌ । পাছত প্রাইপ্য পিএফ আরও গ্র্যাচুইটির টাকা না দিয়া টালবাহানা শুরু করি দেয় মালিক কর্তৃপক্ষ । আরহ পাছত কয়েক টাকা দিয়া বাকি টাকাটা দিবার অস্বীকার করে কর্তৃপক্ষ । এইলার বাদে বিসতিবার কোম্পানিটার সামনাত বিক্ষোভ দেখায় কামলাগিলা । পিএফ আর গ্র্যাচুইটির
প্রাপ্য গোটেলা টাকা না দিলে কোম্পানিটাক বন্ধ করিবার হুঁশিয়ারি দিসে উমরালা । উল্টাপাখে কামলালার অভিযোগ উড়িয়া দিসে পাঁউরুটি কোম্পানিটার মালিক অলোক সিংহাল । উমায় কইসে, স্থানীয় নেতাগিলার মদতে পিএফএর টাকা তুলি নিসে উমরা, বাকি যে গ্র্যাচুইটির টাকাটা আছে ওইটা নিয়া আলোচনাত বসা হইলেও বেশী টাকার দাবি করেসে উমরা ।

Spread the love