ভাস্কর রায়, উত্তর দিনাজপুর :লোকসভা নির্বাচনের দিন যতয় আগেয়া আইসেছে ততয় রাজনৈতিক দলগিলার ব্যাস্ততা বাড়েছে কেমন করিয়া সাধারণ মানষিলার সাথত জনসংযোগ বাড়িবে।
সোমবার দুপুরাত কালিয়াগঞ্জ ব্লকের বরুনা আটিয়া এলাকাত তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনত নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হইল।উপস্থিত আছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায়,ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,অঞ্চল সভাপতি দুলাল রায় সাথত আরো অইন্য সদস্যলা।নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের বগলাবগলি নির্বাচনের রনকৌশল নিয়া আলোচনা করিল দলীয় কর্মীলাক নিয়া।