দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদত মেলা দিন থাকি বিক্ষোভ দেখাছেন আপ কর্মী-সমর্থকলা । দেওবার দেশজুড়িয়া গণ অনশন করিবেন ওমা।দেওবার সাকাল ১১টা থাকি আপ বিধায়ক, সাংসদ, নেতা-কর্মীরা দিল্লির যন্তরমন্তরত গণ অনশনত বসিবেন। দিল্লির মন্ত্রী গোপাল রাই জানাইছেন, সুপ্রিমোর গ্রেপ্তারির বিরুদ্ধত দেশজুড়িয়া গটায় কর্মী-সমর্থকলা অনশন পালন করিবেন। বাড়ি থাকিয়া সাধারণ মানষিলাও এইটা কর্মসূচিত যোগ দিবার পারেন ।
বিতা ২১ মার্চ আবগারি নীতি দুর্নীতি মামলাত কেজরিওয়ালক গ্রেপ্তার করিছিল ইডি। কয়দিন ইডি হেপাজত থাকিবার পর বর্তমানত কেজরিওয়ালক প্যাঠাইছে তিহাড় জেলত। আইসা ১৫ এপ্রিল পইয্যন্ত ওঠে থাকিবেন ওমা। দিল্লি হাইকোর্টত চলেছে অমার জামিন মামলার শুনানি। ওমার গ্রেপ্তারির পর থাকি দিল্লির রাস্তাত প্রতিবাদত সরব হইছেন দলীয় নেতা-সদস্যলা। অতীতত ‘প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও’, ‘মোমবাতি মিছিল’ সাথত মেলা প্রতিবাদ কর্মসূচি নিছেন আপ। দেওবার রাজধানীর মেলা জাগা থাকি মিছিল করিয়া ওমার যন্তরমন্তরত পৌঁছাবার কাথা। তার বাদে গটায় দিল্লি সাথত যন্তরমন্তর চত্বরত নিরাপত্তা বৃদ্ধি করা হইছে। নানান নাখান রাস্তাত ব্যারিকেড বসে দেওয়া হইছে। আপের কর্মসূচির কারণত যানজটের সমইস্যা হবার পারে বুলি জানাইছে দিল্লি পুলিশ।