নিজ খবরিয়া হলদিবাড়ি ১১ এপ্রিল : হলদিবাড়িত ভোট প্রচারত মানষিলার কাছত ভোট ভিক্ষা করেছেন বহুজন সমাজ পার্টির প্রার্থী বিনোদ মল্লিক। এইটা ছাড়া বুধবার রাতিত হলদিবাড়ি বাজারে রাস্তাত সভার জোগার করা হয়।
মানষিলার কাছয় ওমার বার্তা পৌঁছি দিবার তানে গটে বাজার জুড়িয়া ওমা মাইক লাগেয়া প্রচার চালায়। বক্তা হিসেবে প্রার্থী ছাড়াও উপস্থিত আছিলেন অ্যাডভোকেট তিতাস রায়, গনেশ বিশ্বাস, জীবন কৃষ্ণ মজুমদার। উত্তরপ্রদেশের মতো রাজ্যত ক্ষমতায় থাকা দল বহুজন সমাজ পার্টি এইটা বছর ভারত বর্ষের রাজনীতিত কেনুগ ভূমিকা নিবে প্রশ্নত বিনোদ মল্লিক জানাইল যেইটা দল কেন্দ্রে সরকার গঠন করিবে বহুজন সমাজ পার্টি সেইটা
সরকারক সমর্থন করিবেন।ওমা ভালো ফলের আসা করেছেন লোকসভা ভোটত জানাইল বহুজন নেতালা।