কোচবিহার জেলার নাখান এলাকাত অনুষ্ঠান হইল রাম নবমী

কোচবিহার : কোচবিহারের নাখান এলাকায় সাড়ম্বরত পালিত হইল রাম নবমী। বুধবার দিন গোটে দেশের সাথত রাম নবমীর উচ্ছ্বাস লক্ষ্য করা গেইল কোচবিহারের নাখান এলাকাত। এদিনা কোচবিহার শহরত বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগত রাস মেলার মাঠ থাকি বিশাল শোভাযাত্রা অনুষ্ঠান হয়। সেইটা শোভাযাত্রায় ঠ্যাং মিলিবার দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপির কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিকক। সাথত কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়াও রাম নবমী উপলক্ষত পুজা দিয়া প্রচারের কাম শুরু করেন।

সাথত কোচবিহার ২ ব্লকের নাখান এলাকাতবরাম নবমী উপলক্ষত নাখান কর্মসূচি অনুষ্ঠান হয়। এদিনা কোচবিহার ২ নং ব্লকের ঢিকারপুল এলাকা থাকি বাইক রেলি আর টাকাগাছ এলাকা থাকি একটা বাইক রেলি অনুষ্ঠান হয়।সাথত নাখানএলাকাত রামনবমী উপলক্ষত পূজা অনুষ্ঠান হয়। এদিনা রাম নবমী উপলক্ষত কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়েবার তানে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থাকি।,

আইসা লোকসভা নির্বাচনের প্রাক্কালত রামনবমীর এইটা উৎসব ভোটের উত্তাপক আরও বৃদ্ধি করিছে ওইটা নিঃসন্দেহত কয়া যায়।

Spread the love