নিউজ ডেস্ক,৩১ মার্চ: হাবাসের জ্বর, দেওবার কোচহীন খেলিবে মোহনবাগান? তিন পয়েন্ট পাবার তানে মরিয়া সবুজ-মেরুন । ১৮ দিন পর ফের আইএসএলত খেলেবার নামেছে মোহনবাগান। দেওবার ঘরের মাঠত উমার উল্টা পাখায় চেন্নাইয়িন এফসি। পয়েন্ট তালিকাত১১ নম্বরে থাকা দলের বিরুদ্ধত নামেছে সবুজ-মেরুন।
দেশের হয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচ খেলেবার তানে ব্যস্ত আছিলেন মোহনবাগানের মেলা খেলোয়ার। এইটার থাকিয়া
সজা ম্যাচ হয়তো হবার পারিলেক না হয় মোহনবাগানের পইক্ষত। ম্যাচের আগত খানিক চিন্তাত উমরা।
কারণ, কোচ আন্তোনিয়ো হাবাসের জ্বর আসিছে। দেওবার ডাগআউটত থাকিবার পারিবেনা।
শনিবারত্ত সাংবাদিক বৈঠকত হাবাস আসিবার নাইপারে। আসিছিলেন সহকারী কোচ ম্যানুয়েল কাস্তালেনা। উমায় হাবাসের অসুস্থতার কথা জানাইছে। সাথত এ-ও কয়া রাখিচেন, চেন্নাইয়িন দল ওক সজা বিরুদ্ধি হিসাবে দেখেচে না। ম্যানুয়েলের কথাত “হামার কাছত সব দললায় সমান। হামাক হারেবার পারিলে চেন্নাইয়িন পত্থম ছয়ত শেষ করিয়া দৌড়ায় অনেক আগত যাবে। তার বাদে উমরা মরিয়া হয়া থাকিবে জয়ের তানে। উমার কোচ খিবে ভাল। দলটাও অভিজ্ঞ। তার বাদে হামার কাম সজা না হবে ।
বিরতির আগত ভাল ছন্দত ছিল মোহনবাগান। টানা তিনটা ম্যাচে জিতিছিল ওমা। ওইটা ছন্দ কি এলাও বজায় রাখিবার পারিবে মোহনবাগানের খেলয়াড়লা? ম্যানুয়েল কন, “আশা করেছি ছন্দ নষ্ট হবার না হায় । কালি ওইটা তোমারলা বুঝিবা পাবেন।দেশের হয়া খেলার থাকিয়া বড় আর কিছু হয় না। হামার কোচও বিশ্বাস করেন ওইটায়। বিতা কালি গটে দল নিয়া অনুশীলন করিচু। আজিও করিম । আশা করেচি ম্যাচত কোনো সমস্যা হবে না।”
কিন্তু হাতত গটেলা পেলেয়াড়ক পাচ্ছে না মোহনবাগান। চোট লাগিবার বাদে সাহাল আব্দুল সামাদ আর জনি কাউকো খেলেবার পাবে না। ম্যানুয়েল জানাইচে, নয়া দুইটা ফুটবলারক খেলাবেন উমরা। দলটাত আরো কেয়েক জন চট পাইছে। ম্যানুয়েলের কথাত, “এলাও ২-৩ জন ফুটবলারের শারীরিক সমস্যাত্ত আছে। কালিকার ম্যাচটা হামালার কাছত এলাও ফাইনাল নাই। এলাও চারটা ম্যাচ আছে। কালি তিন পয়েন্টের তানে নামিমো। ম্যাচ জিতার তানে ফুটবলার হামারলার হাতত আছে। সাহালক নিয়া এলা সমস্যা নাই।”
আজি তাহলে হাবাস ছাড়ি নামি কি জিতিবার পাবে মোহনবাগান?