নিউজ ডেস্ক,৩১ মার্চ: দেওবার খড়িবাড়িত প্রচারত নামলেক দার্জিলিং লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা । ভালে দিন থাকি দার্জিলিং লোকসভা আসনের ভেল্লা জাগাত প্রচার করিসে তৃনমূল, কিন্তুক ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের খড়িবাড়ি যেইঠে বিজেপির গড় ওইঠে প্রচারত নাই যায় তৃণমূল। আজি ওঠেকোনায় শুরু করলেক প্রচার।
এইদিনা সাকালে খড়িবাড়ির বাতাসি বলাইঝোড়া কালিমন্দিরত পূজা দিয়া প্রচার শুরু করলেক তৃনমূলের প্রার্থী গোপাল লামা। সাথত আছিল জেলা সভানেত্রী (সমতল) পাপিয়া ঘোষ, খড়িবাড়ি ব্লক সভাপতি কিশোরী মোহন সিংহ আরত্ত মেলা দলের নেতাকর্মীলা। এদিনা কালিমন্দিরত পূজা দিবার পাছত হাঁটি হাঁটি ওইঠেকার মানষিলারঠে পাশত থাকিবার আটুশ আরত্ত আবদার করে উমরা। আরত্ত পাছত খড়িবাড়ির জোড়পাখরী এলাকাত , পাটারাম জোতত জনসংযোগ করেন উমরা ।
পাছত তৃনমূল কংগ্রেসের এইবার কার প্রার্থী গোপাল লামা কন , আজি খড়িবাড়ির নেতাকর্মীলাক সাথত নিয়া প্রচারত নামিসি, এঠেকার মানষিগিলার সাথত পাশত থাকিবার আবদার জানাসু, উমরা খিব উৎসাহিত। আরত্ত গোপালক , বিজেপি বিরুদ্ধত বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ নির্দল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করিসে কইলে উমরা কন কায় কি করেছে হামারা ওইটা দেখিমনা , উমাক নিয়া মোর কোনো ভাবনা নাই , হামরা কেমন করি ভাল ফল করির পামো ওইটা করেচি।
তৃনমূল জেলা সভানেত্রী সমতল পাপিয়া ঘোষ কন , হামরা পত্তিদিনাতেয় এলাকাত যাসি ওইঠে মন্দির, মসজিদ, গির্জা থাকিলে প্রার্থনা করি প্রচার শুরু করেছি। আজি অধিকার যাত্রাত ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের খড়িবাড়ির প্রচারত আছি। এইবার এইঠে যে তৃনমূলের হাত শক্ত হবে সেইটা জানা যাসে। হামরা এঠে কয়জন মিলি প্রচার শুরু করিচি কিন্তুক প্রচার মাঝত ৫০০ জনেরও উপরা এলা প্রচার করবা ধরিসি। আরত্ত বিজেপিক কটাক্ষ করিয়া কন , টুরিস্ট লোকলা সারাবছর খালি ঘাটার পাশত ব্যানার ফেস্টুনত থাকে , নির্বাচনত মানষি সাথ পাইনা । বিজেপি বুঝি গেইসে মানষিলা উমার পাশত নাই , তার জইন্য এইয়ার উয়ার সাথত দেখা করেচে, এটি ওটি বেড়াসে।