খাগড়াবাড়িত মানষিক পিটিয়া হত্যা করিবার ঘটনাত মূল অভিযুক্তক গ্রেপ্তার করিল পুলিশ


নিজ খবরিয়া, কোচবিহার
: খাগড়াবাড়ি এলাকার একটা মানষিক পিটিয়া হত্যা করিবার ঘটনাত মূল অভিযুক্তক গ্রেপ্তার করিল পুন্ডিবাড়ি থানার পুলিশ।ঘটনা সূত্র থকি জানা গেউছে,বিতা ১৪ ই এপ্রিল পহেলা বৈশাখের রাতিত ওইটা এলাকার অনুকূল সরকার নামে একটা মানষি একটা সামাজিক অনুষ্ঠানত যাবার তানে বাড়ি থাকি বাইর হয়। পরে খাগড়াবাড়ি চৌপথী লাগেয়া এলাকাত ওইটা মানষিক আটক করিয়া বেধরক মারধর করিল গ্রামের কেয়েকজন মানষি ।পরে গ্রামের মানষিলা ওইটা মানষিক আশঙ্কাজনক অবস্থাত উদ্ধার করিয়া আগত কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালত নিয়া যায়। পরে ওইটা মানষিক কোচবিহারের একটা বেসরকারি হাসপাতালত নিয়া আইসেপরিবারের সদস্যলা।বিতা ২০ই এপ্রিল রাতিত ওইটা মানষির মরন হয়।সেইটা ঘটনাত মৃত ওইটা মানষির স্ত্রী পুন্ডিবাড়ি থানাত সাত জনের নামে লিখিত অভিযোগ দায়ের করিছিলেন। লিখিত অভিযোগ পাবার পরে পুন্ডিবাড়ি থানার পুলিশ ২১ শে এপ্রিল দুইটা মানষিক গ্রেফতার করে। বুধবার দিন খাগড়াবাড়ি লাগেয়া এলাকা থাকি ওইটা ঘটনার মূল অভিযুক্ত সোহেল হোসেন নামে একটা বেটাছুয়াক গ্রেফতার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ।এইটা বিষয়ত পুন্ডিবাড়ি থানা সূত্র থাকি জানা গেইছে,ওইটা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সোহেল হোসেনক বুধবারের দিন গ্রেফতার করি আদালত পাঠাইছে। আদালত অভিযুক্তক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিছেন। এলা পর্যন্ত ওইটা ঘটনার চারজন অভিযুক্ত পলাতক আছেন। বাকিলার খোঁজত তল্লাশি চলেছে।

Spread the love