নিজ খবরিয়া,ক্রান্তি: মঙলবার সারম্বরত পালিত হইল হনুমান জয়ন্তী উৎসব। এদিনা সাকাল থাকি মালবাজার শহরত সত্যনারায়ণ মোড়ত থাকা বালাজি মন্দিরত উপচে পড়িসে পূর্ণর্থীলার ভিড়। সাকাল থাকি মালবাজার শহর সাথত নানান নাখান এলাকা থাকি মেলা মানষি পূজা দিবার আইসেন বালাজি মন্দিরত। শিবহম বালাজি মন্দির কর্তৃপক্ষের তরফত পুন্যার্থীলার ভিড় সামাল দিবার তানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হইছে । পূজা দিবার আইসা পূর্নার্থীলার তানে ঠান্ডা শরবত এর ব্যবস্থাও করা হইছে। সাথত ক্রান্তি বাজার হনুমান মন্দিরত হনুমান জয়ন্তী উপলক্ষত বিশেষ পূজার জোগার করা হইছে । মাল শহরের সুভাষ মোরত থাকা দূর্গা মন্দিরত হনুমান জয়ন্তী উপলক্ষত পূজা হয়। সূর্যের প্রখর রোদটাক উপেক্ষা করিয়া মেলা পূর্ণাথী শিবহম বালাজি মন্দিরত লাইনত দাঁড়ায় পূজা দিবার দেখা যায় । দুপুরার পাছত মাল শহরে হনুমান জয়ন্তী উপলক্ষত শোভাযাত্রা করা হয় ভক্তলাক নিয়া।