খড়িবাড়িত নির্মীয়মাণ লোহার ব্রিজত দুর্ঘটনাত, মরণ ১,জখম৩

খড়িবাড়ি, ৭ এপ্রিলঃ খড়িবাড়ির দারাবক্সে বানেরধরা লোহার ব্রিজত দুর্ঘটনার কবলত পড়িল একটা বাইক।ঘটনাত মরণ ১, জখম আরো ৩ টা চেংরা।শনিবার রাতিত নকশালবাড়ি থাকি একটা মটরসাইকেল করিয়া ৪ জন বুড়াগঞ্জত যাবার ধইছিল।জানা গেইছে, ব্যারিকেড টপকিয়া বানেরধরা লোহার পুলত ধাক্কা খায় বাইকখান, ঘটনাত ছিটকি যায়া পড়ে ৪জন চেংরায়।

পরে গ্রামের মানষিলা পুলিশক খবর দিলে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাজাগাত আসিয়া আহতলাক উদ্ধার করিয়া নকশালবাড়ি হাসপাতালে নিয়া যায়।ওঠে একজনের মরণ হয়। গুরুতর জখম ৩ জনকাক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠাইছে।দুর্ঘটনাত বাইকখান নদীত পড়িয়া গেইছে।গোটা ঘটনার তদন্তত নামিছে নকশালবাড়ি থানার পুলিশ।

Spread the love