নিজ খবরিয়া, ফালাকাটা :জঙ্গলত শুকনা ঝড়া পাতাত অগুন লাগিবার ঘটনা ঘটিল । ডুয়ার্সের মরাঘাট রেঞ্জের অন্তর্গত খট্টিমারি জঙ্গলের ঘটনা। বুধবার বিকালে গ্রামের কয়েকজন জঙ্গলের রাস্তাত দিয়া যাবার সময় জঙ্গলের মধ্যত অগুন দেখিবার পায়। খবর পায়া ঘটনাজাগাত আইসিয়া অগুন নেভাবার কামত হাত লাগাইছে বনকর্মীলা।
রাইজ্যত চলেছে তীব্র দাবদাহ তার বাদে মানষিলার সাথত জঙ্গলের বন্যপ্রাণীলা গরমত হাঁসফাঁস করেছে। আর ঠিক সেলায় জঙ্গলত ঝড়া পাতাত অগুন লাগিবার ঘটনা ঘটিল।তার বাদে জঙ্গলের কীট পতঙ্গের যেনুগ ক্ষতি হবে সেনুগ বন্যপ্রাণীলাও সমস্যাত পড়িবার পারে। এর আগত মেলা বার জঙ্গলের ঝড়া পাতাত ় অগুন লাগিবার ঘটনা ঘটিছে। কিন্তু এদিনা ঝড়া পাতাত আগুন কাহ লাগেয়া দিছে নাকি অইন্য কোনো ভাবে অগুন লাগিছে ওইটা স্পষ্ট না হয়। এইটা বিষয়ত জলপাইগুড়ি অনানারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী কন বনদপ্তরের পক্ষ থাকি সবসময় সতর্ক করা হয়। যাতে এনুগ ধরনের ঘটনা কাহ না ঘটায়। কিন্তু আজিকার ঘটনা কেনুগ করিয়া ঘটিল ওইটা খতায়া দেখা হসে।