শুকুরবার সাকাল থাকিয়া দিন ভর ধূপগুড়িত প্রচার করিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ জয়ন্ত কুমার রায়। এদিন সাকাল সাকাল বিজেপি প্রার্থী চলি আইসে উত্তরবঙ্গের সব চাইতে বড় মার্কেট ধূপগুড়ি সুপারমার্কেট চত্বরত। মার্কেটত আইসা ক্রেতা বিক্রেতালার সাথত কথা কয়া হাত মেলান উমরা। পাছত ধূপগুড়ির মাওয়ের থান মন্দিরত পুজা দেন ।
ওইঠে হাতে ধূপগুড়ি শহরত জনসংযোগ সারেন । মাওয়ের মন্দিরত পূজা দিবার পাছত সাংবাদিকলার মুখামুখি হয়া উমরা জানান, জিতার ব্যাপারে উমরা আশাবাদী। বিতাবারের তুলনাত মার্জিন বেশি হবে কয়া দাবি করেন উমরা।
এদিনকা ধূপগুড়ি হাতে ঠাকুরপাঠ, শালবাড়ি, কদমতলা, ডাউকিমারি, নাথুয়া সাথত ভেল্লা এলাকাত প্রচার করিচে বিজেপি প্রার্থী।
দিনভর প্রচারত আছিলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রায়, বিজেপি নেতা কমলেশ সিংহ রায়, চন্দন দত্ত, মাধব রায় সাথত আরো মেলা মানষি।