বাপ্পা রায়, শিলিগুড়ি: লোক সোভা নির্বাচনের আগত পত্তেক রাজনৈতিক দল মাঠত নামিয়া প্রচার শুরু করি দিসে । এদিনা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী ডঃ নির্মল চন্দ্র রায়ের হয়া দেওয়াল লিখন শুরু করিল তৃণমূলের এস সি, এসটি,ওবিসি সেলের সদস্যলা।
এদিনা বানেশ্বর মোড় থাকি শুরু করিয়া ভেল্লা জাগাত চলে উমার দেওয়ল লিখন ।
এদিনা এস সি , এসটি, ওবিসি সেলের সভাপতি কইসে, মানষিলার বাড়ি বাড়ি যায়া যেমন ভালোবাসা পাছি ,তাতে এইটা জোর করি কবার পাই যে, হামার প্রার্থী ড.নির্মল চন্দ্র রায়ের জয় হবেকে।