নিউজ ডেস্ক, হামার র্দপন :জাতীয় রাস্তাত যাত্রীবাহী বাস উলটি যায়া প্রাণ হারাইল ৪ জন। আহত হইছে কমকরিয়া ৩০ জন। দেওবার ভোররাতিত ঘটনাটা ঘটিছে হোলালকেরে শহরের কাছত। জানা গেইছে, যাত্রীবাহী বাসখান বেঙ্গালুরু থাকিয়া গোকর্ণের পাখায় যাবার ধইছিল। সেলায় হোলালকেরে শহরের সীমান্তত অঞ্জনেয়া মন্দিরের কাছত বাসখান উলটি যায়। খবর পায়া ঘটনাজাগাত আসিয়া মৃতদেহা গিলা ময়নাতদন্তের তানে পাঠায়ছে পুলিশ।
আহতলাক উদ্ধার করিয়া গ্রামের হাসপাতালত ভর্তি করা হইছে। আহতলার মধ্যত ৮ জনের অবস্থা খিবে খারাপ । গ্রামের মানষিলা ঘটনায় রাগ দেখায় জানাইছেন, ভালকরিয়া রাস্তা তৈরি না করিবার তানে ওইটা রাস্তাত মাঝে মইধ্যতে দুর্ঘটনা ঘটে। ঘটনাটার তদন্ত শুরু করিছে পুলিশ।