নিজ খবরিয়া,শিলিগুড়ি :জোড়া খুনের ঘটনাত ১১ বছর পাছত দুইজনের যাবৎজীবন সশ্রম কারাদন্ড ,আরত্ত ২৫ হাজার টাকা জরিমানা | খুনের মামলাত পরোক্ষভাবে জড়ায়া থাকার অভিযোগত মনিকা মিশ্রাক ছয় মাসের সশ্রম কারাদণ্ড ঘোষণা শিলিগুড়ি আদালতের | নেপালের দুইটা মানষিক অপহরণ করা হয় আরত্ত অপহরণ করি উমার কাছত পরিবারের কাছ থাকি মুক্তিপণ নেওয়া হয় প্রায় ৫০ লক্ষ টাকা । মুক্তিপণ পাওয়ার পাছত অপহরণকারীক খুন করে নেপালের দুইটা মানষি । খুন করার পাছত মরণদেহা দুইটা ফেলায় দিছিল
শুকনার রংটং এর জঙ্গলত ।
২০১৩ সালের ২৫ জানুয়ারি ঘটনার লিখিত অভিযোগ জমা পড়ে শিলিগুড়ি থানাত। শিলিগুড়ি থানার পুলিশ তদন্ত নামি তিন জনক গ্ৰেপ্তার করে । তার মধ্যেত একজন বেটিছাওয়া আছিলম । যাবৎজীবন কারাদন্ড হইলেক ন অভিজিৎ বসু , সুরেন্দ্রনাথ মিশ্রা সাথত মনিকা মিশ্রা ৬ মাসের কারাদণ্ড দেওয়া হল ।