নিজ খবরিয়া ,চালসা, ৫এপ্রিল: চা বাগান হাতে উদ্ধার হইল বিশালাকার কিং কোবরা। শুকুরবার মেটেলি ব্লকের বড়দিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশন হাতে প্রায় ১৪ ফুটের ওই কিং কোবরাটা উদ্ধার করা হইল ।
এদিনা বাগানের ৩৪ সি সেকশনত কাম করার সময় কামলালা কিং কোবরাটাক দেখিবার পায়। সেলায় চালসার সর্পপ্রেমী যুবক দিবস রাইক ওঠে খবর দেওয়া হয়। দিবস আসিয়া কিং কোবরাটাক উদ্ধার করিয়া নিয়া যায়। সাপটা সুস্থ থাকার বাদে এদিনা সাপটাক জঙ্গলত ছাড়ি দেওয়া হইছে।
ইয়ার আগত টিলাবাড়ি ডিভিশন চা বাগান হাতে কিং কোবরা উদ্ধার করা হইছিল। বাগানটার বগলতে আছে গরুমারা জঙ্গল। গরুমারা জঙ্গল হাতে কিংকোবরাটা চা বাগানত চলি আসিবার পারে বুলিয়া মানষিলার অনুমান।