তিনদিন ধরি বন্ধ কোচবিহার বিমান পরিষেবা, বাড়েছে আশঙ্কা

নিউজ ডেস্ক, হামার র্দপন: কোচবিহার-কলিকাতার মধ্যত চালু থাকা বিমান পরিষেবা কিছুদিনের জইন্যে বন্ধ থাকিবার পারে, সেইটা আশঙ্কার কাথা বিতাকয়েকদিন আগত উত্তরবঙ্গ সংবাদ জানাইছিল। সেইটা আশঙ্কা ছচা প্রমাণ করিয়া বিতা তিনদিন ধরি বন্ধ আছে কোচবিহার-কলিকাতা বিমান পরিষেবা। বিমানবন্দর থাকি খবর, টেকনিকাল কারণত পরিষেবা তিনদিন বন্ধ থাকার কথা কর্তৃপক্ষ ওমাক জানাইছে। অইন্য সূত্র থাকি জানা গেইছে, এয়ারক্র্যাফটের সমস্যার কারণত পরিষেবা বন্ধ আছে। ঘটনার কথা জানাজানি হবার পরে নানান মহলত গাপাগুপার সৃষ্টি হইছে। এইটার তানে আতঙ্ক শুরু হইছে তাহলে কি কোচবিহার-কলিকাতার মধ্যত বিমান পরিষেবা ফির আরো অনিয়মিত হয়া পড়িল?

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কোচবিহার বিমানবন্দরের আধিকারিক মনোজ সরকার জানাইল, ‘টেকনিকাল কারণত ৫ এপ্রিল থাকি ৭ এপ্রিল পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকিবার কাথা।’ কোচবিহার বিমানবন্দরত টিকিটের দায়িত্বত থাকা এজেন্সির অইন্যতম কর্ণধার প্রসূন জৈন জানাইল ‘এয়ারক্র্যাফটত কিছু সমইস্যার কারণত পরিষেবা তিনদিন বন্ধ থাকিবার কাথা আছে। ৮ এপ্রিল থাকি বিমান চলিবে।’

বিমান সংস্থার একটা সূত্র কয়েকদিন আগত জানাইছে কোচবিহার-কলিকাতার মধ্যত যেই বিমানখান চলে ওইটার রিনিউয়াল ছিল ৩১ মার্চ পর্যন্ত। এনং কি বিমান সংস্থা কর্তৃপক্ষের সাথত কাথা কয়া জানা গেইছে , বিতা ১ এপ্রিল রাতি সাড়ে ৯টা পর্যন্ত বিমানের রিনিউয়াল হয় নাই। বিমান সংস্থার সেইটা কর্তৃপক্ষের সাথত এদিনা যোগাযোগ করার অনেক চেষ্টা করা হইছিল। কিন্তু ওমা ফোন না তুলিবার তানে যোগাযোগ করা যায়নাই। রিনিউয়ালের কারণত পরিষেবা বন্ধ আছে কি না, ওইটা নিয়া প্রশ্ন দানা বাঁধেছে।

বিতা ৩১ মার্চ থাকি বিমান পরিষেবার সময়সারণির কিছু পরিবর্তন হইছিল। আগত কলিকাতা থাকি বিমান বেলা ১২টা ২৫ মিনিটত আসিয়া নামে। আবার বেলা ১২টা ৪০ মিনিটত ফিরতি উড়ান চলি যাবে। পরে সময়সারণি অনুযায়ী, ১২টা ০৫ মিনিটত আসিয়া বিমান নামিবে আর বেলা ১২টা ২৫ মিনিটত এঠে থাকি কলকাতার উদ্দেশত রওনা হবে।

রাজ আমল থাকি কোচবিহারত বিমান পরিষেবা চালু ছিল। কিন্তক বাম আমলত মেলা কারণত এইটা পরিষেবা অনিয়মিত হয়া পড়ে। শেষ পর্য‌ন্ত ১৯৯৫ সালত কোচবিহার বিমানবন্দর থাকি বিমান পরিষেবা পাকাপাকিভাবে বন্ধ হয়া যায়। ২০১১ সালত রাইজ্য সরকারের পরিবর্তনত কয়েক মাসের মধ্যত কোচবিহার বিমানবন্দর থাকি পুনরায় বিমান পরিষেবা চালু হয়। কিন্তু চালু হওয়ার পাঁচ-ছয়দিনের মধ্যত সেইটা পরিষেবা অনিয়মিত হয়া পড়ে। শেষ পর্যন্ত ওইটা বন্ধ হয়া যায়। পরে ২০১২ সালত একবার কোচবিহার বিমানবন্দর থাকি হেলিকপ্টার মহড়া শুরু হয়। শেষ পর্যন্ত অবশ্য ওইটা পরিষেবা চালু হয় নাই। ২০১৩ সালত বিমান মহড়া হয়। কিন্তু বিমান পরিষেবা চালু হয়নাই। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কোচবিহার বিমানবন্দর থাকি বিমান পরিষেবা ফের চালু হয়। মাস খানেকের মধ্যত ছয়-সাতদিন অনিয়মিত চলিবার পর ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসত ফির বন্ধ হয়া যায়। এইটা অবস্থাত কেন্দ্রীয় মন্ত্রী হবার পর নিশীথ প্রামাণিকের উদ্যোগত ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি থাকি ৯ আসনের বিমান পরিষেবা এঠে শুরু হইছে। যেইটা এলাও চলছে। এয়ারপোর্ট সূত্র থাকি জানা গেইছে, কোচবিহার বিমানবন্দরের রানওয়ে ১০৬৯ মিটার। এইটা রানওয়েতে বর্তমানত সর্বোচ্চ ১৮ থাকি ২৫ আসনের বিমানের ওঠানামা করা সম্ভব বুলি বিমানবন্দর সূত্র থাকি খবর।

Spread the love