নিউজ ডেস্ক: বিজেপি সাংসদ অনন্তের সংগঠনের ‘আদি’ নেতালা ‘ক্ষুব্ধ’ মোদী সরকারত মমতাক সমর্থনের সিদ্ধান্তগ্রেটার কোচবিহারের দুইটা সংগঠন সক্রিয় আছে কোচবিহারত। ওমার মধ্যত একটার মাথাত আছেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ।
গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’-এর একটা অংশ আইসা লোকসভা ভোটত রাইজ্যের শাসকদল তৃণমূলক সমর্থনের সিদ্ধান্ত নিল। সমবার শিলিগুড়িত সাংবাদিক বৈঠক করেন সংগঠনের কয়েক জন পরিচিত মুখ। নিজেলার ‘আদি’ নেতা বুলি পরিচয় দিয়া ওমার বক্তব্য, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ওমালার দাবিদাওয়া পূরণ করে নাই। অইন্য পাখায়, রাইজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলত রাজবংশীলার সার্বিক উন্নতি হইছে। তার বাদে এইবারের ভোটত ওমা তৃণমূলকটাক সমর্থনের সিদ্ধান্ত নিছেন।গ্রেটার কোচবিহারের দুইটা সংগঠন সক্রিয় আছে কোচবিহারত। ওমার মধ্যত একটা মাথাত আছেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ। নগেন্দ্র সরাসরি বিজেপির রাজ্যসভায় মনোনীত সাংসদ হওয়ায়, ওমা যে লোকসভা ভোটত কেন্দ্রের শাসক দলের প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়া প্রচার করিবেন, সেইটা প্রত্যাশিত। বিজেপির কিছু সিদ্ধান্ত নিয়া অনন্ত সম্প্রতি ক্ষোভ প্রকাশ করিলেও, ওমার তৃণমূলটাক সমর্থনের কোনও সম্ভাবনা নাই সেইটা কথা বলাইবাহুল্য।
শিলিগুড়ি ‘আদি’ নেতালার বক্তব্য প্রসঙ্গ ওমার সাথত যোগাযোগ করিয়া আনন্দবাজার অনলাইন। অনন্তের দাবি, যেইলা সাংবাদিক বৈঠক করিছেন, ওমা গ্রেটার কোচবিহারের কাহ না হয়। ওমার কাথাত, ‘‘যায় নিজেলাক জিসিপিএ বলি দাবি করিছে, আসলে ওমা সংগঠনের কাহ না হয়। ওমাক অনেক আগতে দল থাকি বাইর করি দেওয়া হইছে।’শিলিগুড়িত যায় সাংবাদিক বৈঠক করিছেন, ওমার মধ্যত অন্যতম হলেন লক্ষ্মীকান্ত বর্মণ, পবিত্র বর্মণ, নীপক বর্মণ। ওমা নিজেলাক গ্রেটার কোচবিহারের পদাধিকারী বুলি দাবি করিছেন। লক্ষ্মীকান্ত সংগঠনের সভাপতি, পবিত্র সাধারণ সম্পাদক আর নীপক মুখপাত্র বুলি দাবি। ওমার বক্তব্য, কেন্দ্রীয় সরকার কোচবিহারক পৃথক রাজ্য , স্বায়ত্তশাসিত অঞ্চল করার প্রতিশ্রুতি দিলেও, তা পূরণ করে নাই উল্টিয়া অনন্তক রাজ্যসভার সাংসদ করি ওমাক নিষ্ক্রিয় করি থুইছে।
যাতে পৃথক রাজ্যের দাবি আর নয়া করি উঠিবার না পারে।নীপক জানাইছে হামা , পৃথক রাজ্যের দাবিত আন্দোলন চালাইছি। কেন্দ্র সরকার হামালাক আশ্বাস দিছিল বলিয়া হামা ওমাক সমর্থন করিছিনো। কিন্তুখ ওমা প্রতিশ্রুতি রাখে নাই। তৃণমূল তা-ও উত্তরবঙ্গ, কামতাপুর আর রাজবংশীদের সার্বিক উন্নয়ন করিছে। তার বাদে হামা আর কিছু দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছত আছে। ওমা ওইলা পূরণ করিবার আশ্বাস দিছেন। তার বাদে হামা তৃণমূলকটাক সমর্থন জানাব।’’পবিত্রও কন ‘‘বারবার প্রতারণা করিছে কেন্দ্র সরকার। অনন্ত মহারাজক টোপ দিয়া সাংসদ করা হইছে। জীবন সিংহ (কেএলও প্রধান)-কেও নজরবন্দি করিয়া রাখিছে। হামারলার আওয়াজটাক দাবিয়া রাখিবার চাইছে বিজেপি।
তার বাদে এইবার তৃণমূলক সমর্থন করা হবে। যদি তৃণমূল হামার দাবি না মানে, তাহলে নোটায় ভোটের তানে আবেদন জানাব হামা। আর বৃহত্তর আন্দোলনত নামিমো মুখ্যমন্ত্রী আশ্বাস দিছেন সার্বিক উন্নয়নের।’’