শিলিগুড়ি, ২৯ মার্চঃ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হবার পর পাহাড় আর সমতলত জোরকদমে চলেছে প্রচার।মনোনয়ন পত্র পেশ করার পর শুকুরবার শিলিগুড়ি পুরনিগমের ভেল্লা ওয়ার্ডত প্রচার করিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা।
এদিনা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষের সাথত শিলিগুড়ি পুরনিগমের ভেল্লা জাগাত প্রচার করিলেন প্রার্থী গোপাল লামা।এদিনা পত্থমে মন্দিরত পুজা দিয়া পাতিকলোনি থাকিয়া শুরু করি গুরুংবস্তি সাথত ভেল্লা জাগাত প্রচার সারিসেন। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ কন, পাহাড় থাকিয়া সমতলের সৌগ দুবোরতে পৌঁছি গেইছে মমতা বন্দ্যোপাধ্যায়।মানষিলা ওমার সাথত আছে।
এইবার ভোটত নেতৃত্ব দিসেন সাধারণ মানষি।সাধারণ মানষিলা যেঠে নেতৃত্ব দিবে সেঠেনায় জয় নিশ্চিত।