নিউজ ডেস্ক, নক্সালবাড়ি,২৭ মার্চঃ
দার্জিলিং লোকসভা কেন্দ্রত তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনত নকশালবাড়িত প্রচার করিলেক শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব। বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষক সাথত নিয়া নকশালবাড়ির দক্ষিণ কোটিয়াজোত, উত্তর কোটিয়া ও দেশবন্ধু পাড়াত প্রচার করিলেক মেয়র। এইদিনা মানষিলার বগলত জায়া গোপাল লামাক ভোট দিবার বাদে আটুস করিসে উমরা। গৌতম দেব কহিসে নকশালবাড়ির মানষিগিলার সাথত হামার আগত থাকিয়ায় আইসাযাওয়া আছে।মানষিগিলা মন থাকিয়ায় হামার প্রচারত আসিছে। মানষিগিলার উপুরা হামার খিবে আশা ভরসা আছে।ভোটের ফলাফল ভালে হোবে। উল্টাপাখে দার্জিলিং লোকসভা কেন্দ্রত বিজেপির প্রার্থী রাজু বিস্তাক কটাক্ষ করিয়া কইসে যে, বিস্তা তো উড়ি আসিয়া জুড়ি বসিছে, উমাক ক্যানে মানষি ভোট দিবে।কার্শিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা যে ভূমিপুত্র প্রার্থী দাবি করিছিলো, সেইটা যুক্তিসঙ্গত আছিল বুলিয়া মেয়র গৌতম দেব জানাইছে।