নানান নাখান দাবিত বিসতিবার মাথাভাঙ্গা মহকুমা শাসকের দপ্তরত স্বারকলিপি জমা করিল বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ।

সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা:মাথাভাঙ্গা শহরত মিছিল করিয়া নানান নাখান দাবিত বিসতিবার মাথাভাঙ্গা মহকুমা শাসকের দপ্তরত স্বারকলিপি জমা করিল বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ। এদিনকা স্বারকলিপি দিবার আগত মিছিল করিয়া শহর পরিক্রমা করি আসিয়া স্মারকলিপি জমা দিলেক মাথাভাঙ্গা মহকুমা শাসকের দপ্তরত।সংগঠনের কোচবিহার জেলা কোষাধ্যক্ষ অপূর্ব সরকার কন, ভোট হয়া যাবার পাছত এলাকাত হিংসার পরিবেশ বন্ধ করা, ঘরের মাও বইনিঘরের নিরাপত্তা আরও মান সম্মান রক্ষা করা- এই নাখান ভেল্লা বিষয় নিয়া মহকুমা শাসকেরঠে স্বারকলিপি জমা করে ভরতীয় মজদুর সংঘ।

Spread the love