নিকাশী নালালার কামের তানে কম দামের জিনিস ব্যবহারের অভিযোগ শীতলখুচিত

নিজ খবরিয়া , শীতলখুচি : মধ্য গোলেনাওহাটি গ্রামত নিকাশী নালার কামত কম দামের জিনিস ব্যবহার করা হছে বুলিয়া অভিযোগ তুলিছেন গ্রামের মানষিলা। প্রায় চাইর মাস আগত শীতলখুচি পঞ্চাইত সমিতির ৯ লক্ষ ৫ হাজার টাকা ব্যয় করিয়া এই গ্রামত নিকাশিনালার কাম শুরু হয়। গ্রামের মানষিলার অভিযোগ কাম শেষ না হবার আগতে নিকাশী নালার ঢাকনাগিলাত হাত দিলেই ভাঙ্গিয়া পড়েছে।

মানষিলার মধ্যত সফিকুল মিয়াঁ জানাইল , নিকাশী নালার কাম ঠিকাদারি সংস্থা কম দামি জিনিসলা ব্যবহার করেছে। তার বাদে নিকাশি নালার ঢাকনাগিলা হাত দিলেয় ভাঙিয়া যাছে। হাত দিলেয় সিমেন্টের আস্তরণ উঠিয়া আইসেছে। বাড়িত ছোট ছাওয়া আছে। খেলেবার যায়া নিকাশি নালার উপরত উঠিলে দুর্ঘটনা ঘটিবার পারে। বিষয়টা হামার গ্রামের পঞ্চাইত সদইস্যের নজরত আনিছি।

প্রশাসনের কাছত আবেদন জানাই নয়া করিয়া আরো কাম শুরু হৌক। সংস্থার বিরুদ্ধত উপযুক্ত ব্যবস্থার আবেদন জানাইছি। বিষয়টা নিয়া বিজেপির শীতলকুচি বিধানসভার কো কনভেনার কনকচন্দ্র বর্মন জানাইল, ঠিকাদারি সংস্থার কাছ থাকি তৃণমূল নেতালা কাটমানি নিছেন, তার বাদে এনং কাম হচে। খালি মধ্য গোলেনাওহাটি গ্রামত না হয়, সৌগ জাগাতে এনং করেছে শাসকদলের নেতালা। শীতলখুচি পঞ্চাইযত সমিতির সভাপতি মদন বর্মন জানাইছে, বিষয়টা কাহ জানে না খোঁজখবর নিয়া ব্যাবস্থা নেওয়া হবে।

Spread the love