নিয়ন্ত্রণ হারেয়া রাইজ্য সড়কত দুর্ঘটনার কবলত ২ টা চেংরা

নিউজ ডেস্ক, হামার র্দপন : নিয়ন্ত্রণ হারেয়া রাইজ্য সড়কত দুর্ঘটনার কবলত ২ টা চেংরা। ঘটনাখান ঘটিছে খড়িবাড়ির কল্যানপুর এলাকার ঘোষপুকুর – খড়িবাড়িগামী রাজ্য সড়কত।

জানা গেইছে, এদিনা দুপুরত একটা বাইকত করিয়া ২ চেংরা খড়িবাড়ী থাকি ঘোষপুকুর পাখায় যাবার ধইছিল ।‌কল্যানপুর এলাকাত নিয়ন্ত্রণ হারেয়া রাইজ্য সড়কের পাশত থাকা কালভাটত ডিভাইডারে সজোরত ধাক্কা মারে , ঘটনাত বিকট শব্দ শুনিয়া গ্রামের মানষিলা ছুটিয়া আইসে । ঘটনাত জখম হয় ২টা চেংরা ।

উদ্ধার করিয়া খড়িবাড়ী হাপাতালত নিয়া আইসা হয় চেংরালাক। কিন্তক সিকচাল কিস্কু নামে বিহারের একটা চেংরার অবস্থা খিবে খারাপ তানে উওরবঙ্গ মেডিকেল কলেজ আর হাসপাতালত প্যাঠাইছে । গোটা ঘটনার তদন্ত শুরু করিছে পুলিশ ।

Spread the love