নিউজ ডেস্ক, ২৯ মার্চ, বাগডোগরা: নির্বাচনের মুখত ফির দিল্লি গেইল ২০২৪ এর লোকসভা নির্বাচনত দার্জিলিং-র বিজেপি প্রার্থী রাজু বিস্তা। শুকুরবার সাকালে কেন্দ্রীয় নেতৃত্বর জরুরী তলব পায়া এক দিনের তানে দিল্লি গেইল রাজু বিস্তা। লোকসভা নির্বাচনের দিন যতয় আগে আইসেছে ততয় কাঞ্চনজঙ্ঘার আবহাওয়ার নাখান পাহাড়ের রাজনৈতিক আবহাওয়া পালটিবা ধরিছে । ২০১৯ সালত লোকসভা নির্বাচনত ভেল্লা ভোট পায়া জিতিছিলো বিজেপির প্রার্থী রাজু বিস্তা। এলা ওইটা আর হবার না হয়,
পাহাড়ের রাজনৈতিক নেতা অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক দল , অজয় এডওয়ার্ডের হামরো পার্টি , আর বিনয় তামাং এর নেতৃত্বে কংগ্রেস দল সগায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধত নামিয়া পরিছে। এলা একমাত্র ভরসা গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। বিতা বিসতিবার বিমল গুরুং দিল্লি থাকিয়া আসি বাগডোগরা বিমানবন্দরত, এইটা নিয়া কাথা না কইলেও, আজি আছে দলীয় বৈঠক , ওইটা হবার পাছত সিদ্ধান্ত জানাবে মোর্চা। ওইটা নিয়া আশাত বসিয়া আছেন দলীয় বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।
এদিনা বাগডোগরা বিমানবন্দরত রাজু বিস্তা বিমল গুরুংক দরাজ সার্টিফিকেট দিয়া কন আজি ওমা যা কিছু , সব বিমল গুরুং এর তানে । বিমল গুরুং ওমার রাজনৈতিক গুরু। বিতা পাঁচ বছরত পাহাড়ত কোন উন্নতি হয়নাই এইটা কাথা নিয়া বিরোধী দলটা প্রচার করেছে ওইটার নস্যাৎ করিয়া রাজু বিস্তা কন, কাহকো মিথ্যা কটাক্ষ করিবার আগত নিজের পাখায় দেখিবার লাগে। পাহাড়ত উন্নতি হইছে না হয় নাই ওইটা নির্বাচনত মানষিলায় জবাব দিবে। এইটা নির্বাচনত উমরা যে মোর্চার সমর্থন পাসেন এদিনা বিজেপি প্রার্থীর শারীরিক ভাষাত ওইটা স্পষ্ট হয়া উঠিছে ।
অইন্যপাখায় শতাব্দী প্রাচীন কংগ্রেসক এলাও অশিক্ষিত একজন মানষিক কেন্দ্রত রাজনৈতিক দলের হাত ধরিবার হইছে , এইটা দুর্ভাগ্যজনক ঘটনা কয়া জানান উমরা। আগেরবারের নির্বাচনের মতো এবারেও পাহাড়ের মানষিলা উমার সাথতে আছেন, দাবি দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তার।