দিনহাটা : ভোটের দিন উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের তানে নির্বাচন কমিশনের কাছত আর জে জানালেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিক। নিষেধ প্রামাণিক অভিযোগ করেন আর উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহার নেতৃত্বত কোচবিহারত বারবার অশান্তির বাতাবরণ সৃষ্টি হইছে।
ওমার উপরাত আক্রমণের ঘটনা ঘটিছে বারংবার। ভোটের দিন উদয়ন গুহ নেতৃত্বত সন্ত্রাস চলিবে বলি আশঙ্কা প্রকাশ করিছেন নিশীথ। এদিনা কমিশনের কাছত পাঠানো চিঠিত নিশীথ প্রামানিক উল্লেখ করেন ভোটের প্রচারের সময় দইুবার ওমার উপরাত আক্রমণ করা হইছে উদয়ন গুহর নেতৃত্বত দুইটা প্রচারই নির্বাচন কমিশনের অনুমতি নিয়া করা হইছিল।
এইলা ছাড়া উদয়নের মন্তব্যত উস্কানিমূলক বক্তব্য বারবার ফুটি উঠিছে। সেইলা কারণত উদয়ন গুহর গতিবিধি নজরয় রাখিবার আবেদন জানাইছেন ওমা। বিষয়টা নিয়া তীব্র কটাক্ষ করিছেন উদয়ন গুহ, ওমা কন নির্বাচন কমিশনক কামত লাগায় ভোট বৈতরণী পার হবার চাছেন নিশীথ প্রামানিক।
বিতা পাঁচ বছর মানষিলার পাশত ছিল না নিশিথ তার বাদে ভয় পায়া মানষিলাক ভুল বুঝাসেন কিন্ত কোন লাভ হবে না।