সংবাদ দাতা, ফালাকাটা: নয়া ভোটারলাক ভোট দানের উৎসাহ দিবার বাদে বিশেষ সংবর্ধনা দিল ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস ।বুধবার ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ত ফালাকাটা শহরের প্রায় ২৫জন ভোটারলাক এইটা বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বলা এদিনা নয়া ভোটারলাক গোলাপ ফুল দিয়া মিষ্টি মুখ করায় ওমাক সংবর্ধনা দেয়। এইটা বিষয়ত ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শুভব্রত দে জানাইল নয়া ভোটারলার সামনত সরকারি নাখান প্রকল্প তুলি ধরি ওমাক সংবর্ধনা দেওয়া হয়। নয়া ভোটারলা যাতে ওমার প্রথম ভোট সঠিক জাগাত দেয় ওইটা বিচার আর বিবেচনা করিয়া আটুস জানাইল।
নয়া ভোটারলার পক্ষ থাকি কলেজ পড়ুয়া প্রিয়াব্রত রায়,স্নেহা ত্রিদেব,আনিশা গোপ,প্রিয়া দত্তরা কন,জীবনের প্রথম ভোট এবার দিনা যাসি। এনুগ করিয়া হামারলাক গোলাপ ফুল দিয়া মিষ্টি মুখ করায় সংবর্ধনা দেওয়া হবে ভাবিবার পারি নাই ভবিষ্যতের কাথা ভাবিয়া ভোট দান করিমো।