পাচারের তানে নিয়া আইসা হইছিল ২৩ লক্ষ টাকার জাল নোট,সীমান্তত ধরা পরিল ৩ জন

কোচবিহার, ৬ এপ্রিলঃ লোকসভা ভোটের আগত কোচবিহারের অসম-বাংলা সীমান্তত উদ্ধার হইল ২৩ লক্ষ টাকার জাল নোট, ঘটনাত গ্রেফতার করা হইছে ৩ জনকাক।

   জানা গেইছে,লোকসভা ভোটের তানে নানান নাখান সীমান্তত বাড়াইছে নিরাপত্তা।জাগাত জাগাত চলেছে পুলিশের নাকা চেকিং।শুকুরবার রাতিত  গোপন সূত্রের খবর পায়া বক্সিরহাট থানার ভিতিরা সংকোশ এলাকাত অসম নম্বরের একটা গাড়ি আটক করি তল্লাশি চালায় বক্সিরহাট থানার পুলিশ।গাড়িত থাকা একটা ব্যাগের ভিতরত উপহারের প্যাকেট দেখিয়া সন্দেহ হয় পুলিশের।প্যাকেটখান খুলিয়া দেখিবার গেইলে উদ্ধার হইল মেলা ৫০০ টাকার জাল নোট। বগলবগলি ৪৬ টা  আসল ৫০০ টাকার নোটও উদ্ধার হইছে।মোট নোটের পরিমান ২৩ লক্ষ ৫৬ হাজার টাকা।ঘটনাজাগাত গ্রেফতার করা হয় ৩ জনকাক।

ধরা পড়া মানষিলার নাম সঞ্জীব কুমার আর দূর্গাপ্রসাদ নিশাদ ছত্তিশগড়ের মানষি আর গাড়ির ড্রাইভার অভিজিৎ দত্ত অসমের মানষি।

  পুলিশের থাকি জানা গেইছে,ধরা পড়া মানষিলা অসম থাকিয়া আসিয়া  অইন্য কোনও রাইজ্যত জাল টাকা পাচারের পরিকল্পনা করা হইছিল। ধরা পরা মানষিলাক  শনিবার তুফানগঞ্জ দায়রা আদালত তুলা হলে  ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিচে।
Spread the love