নিজ খবরিয়া, শিলিগুড়ি: প্রকাইশ্যে মদ খাবার বিরোধিতা করার বাদে একজন মানষিক মারধর। ঘটনাটাক ঘিরিয়া ব্যাপক গাপাগুপা শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডত।আহত মানষিটার নাম প্রসেনজিৎ সেন।৩৮ নম্বর ওয়ার্ডের থাকেন ওমা।জানা গেইছে,বিতা কয়েক দিন আগত কাউন্সিলর অফিসের পাশত বসিয়া প্রকাশ্যে মদ খাবার ধইরছিলো কয়েকটা মানষি।সেলা ঘটনার বিরোধিতা করিছিলো প্রসেনজিৎ সেন।
বুধবার রাতিত স্কুটিত করিয়া আসিবার ধইরছিলো প্রসেনজিৎ সেন আর ওমার ভাই। সংহতি মোড় এলাকাত তিনজন ব্যক্তি ওমার স্কুটি দাড় করায় আর ওমাক মারধর করে বলি অভিযোগ।ঘটনার পর দুজনকাকে উদ্ধার করি শিলিগুড়ি জেলা হাসপাতালত নিয়া যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর প্রসেনজিৎ সেনক ছাড়ি দেওয়া হইলেও ওমার ভাইয়ের চোট গুরুতর থাকার তানে ওমাক হাসপাতালতে ভর্তি রাখা হইচে।ঘটনাটা নিয়া ব্যপক গাপাগুপা ছড়াইছে শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডত।
প্রসেনজিৎ সেন জানাইল হোলির কয়েকদিন পরে কাউন্সিলরের অফিসের পাশত প্রকাইশ্যে মদ খায় কয়েজন মানষি।সেইটা ঘটনার বিরোধিতা করিছিল ওমা।বিষয়টা সংবাদ মাধ্যমত প্রকাশিত হইছিল।পরে বুধবার রাতিত ওমার আর ভাই স্কুটিত করিয়া আসিবার ধইছিলো।সেলায় সংহতি মোড় এলাকাত কয়েকটা মানষি ওমাক রাস্তাত আটকেয়া চাকু নিয়া ওমার ওপরত হামলা চালায় আর মারধর করে। আশিঘর ফাঁড়িত এইটা বিষয়ত অভিযোগ দায়ের করিবেন বলি জানাইল ওমা।