প্রচারত ঝড় তুলিবার বাদে মরিয়া কার্তিক

ভাস্কর রায়, উত্তর দিনাজপুর : প্রচারত ঝড় তুলিবার বাদে মরিয়া গেরুয়া শিবিরের বিজেপি প্রার্থী হিসাবে লড়াই করিবার ধরিছে ভূমিপুত্র কার্তিক পাল। বুধবার হেমতাবাদের কাকড়শিং চন্ডী মণ্ডপ আরও থানা কালীবাড়িত পুজা দিয়া প্রচার আরাম্ভ করিলেক ৫নং রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক পাল। আইসা ২৬ এপ্রিল রায়গঞ্জ লোকসভা আসনত ভোট হবে। এইদিন হেমতাবাদ সদর এলাকাত হাটি হাটি মিছিল করিয়ায় জনসংযোগ কর্মসূচি নিয়া সাধারণ মানষির দুবোরত যায়া উমরা ভোটের আবেদন জানায়। এইদিনের কর্মসূচিত উপস্থিত আছিল বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চা সভাপতি সুজিত কুমার শীল, জেলা নেত্রী সুপর্না ভট্টাচার্য সহ আরও ভেইল্লা নেতা নেত্রী আর কর্মীরঘর।

Spread the love