ক্রান্তি : অনেক পুরানা প্রাচীন গঙ্গাপূজা উপলক্ষত ৬ দিন ধরিয়া বারণী মেলা উদ্বোধন হইল শনিবার ক্রান্তি ব্লকের গঙ্গদেবিত। এইটা মেলা আইসা বিসতিবার পইয্যন্ত চলিবে। মেলাটাক ঘিরিয়া বসিছে নগরদলা, ব্রেক ডান্স, দোলনা , মিনি ট্রেন,ছাওয়ালার নানানা নাখান খেলার জিনিসের সাথত নানান ধরনের দোকান । এদিনা ফিতা কাটিয়া মেলার শুভ উ্ভোধন করিল ক্রান্তি উত্তর সারিপাকুড়ি সুস্বাস্থ্য কেন্দ্রের ডক্টর তুহিন শুভ্র কনার। উপস্তিত আছিলেন বিশিষ্ট সমাজসেবী পঞ্চানন রায়।প্রধান মালতি টুডু, সাথত মেলা কমিটির সদস্য শ্যামল হালদার, সুশীল হাজরা, অজয় সেন, অসীম সেন, অনিল হাজরা, মৃণাল কির্তনিয়া আরো অইন্য মানষিলা। মেলাটার উদ্বোধনের দিনা মানষিলার ভিড় আছিল উথলায় পড়ার মতো।
এইটা গঙ্গা পূজা প্রায় ১০০ বছর প্রাচীন । শিক্ষক দীনেশচন্দ্র রায় শ্যামল হাওলদার জানাইল এইটা গঙ্গা পুজা পূর্বপুরুষের ঐতিহ্যবাহীলা পূজা করিয়া আসিছে। ৬৮ ফ্লাড এর পর মেলা বছর বন্ধ থাকিলেও এলা ফির পূজা শুরু করা হইছে। গঙ্গা পূজা হামারলার প্রাচীন পূজা । হামা ছোটবেলা থাকি এইটা গঙ্গা পূজা উপলক্ষত পালাটিয়া গান দেখিয়া আসিছি। পুজা আগত ভগোল রায়ের বাড়িত হইছিল কিন্তু ৬৮ ফ্লাড এর পর উত্তর পাড়াত সগায় মিলিয়া পূজো করা হয়। তার বাদে এইটা উত্তর খালপাড়া ঐ এলাকার নাম গঙ্গা দেবী হয়।