কোচবিহার ২০/০৪/২৪ : নির্বাচনের ফলাফল ঘোষণা হবার আগত বিজয় মিছিল করিয়া চমকি দিল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এনুগ দৃশ্য দেখা গেইল কোচবিহার শহরত। শুকুরবার দিন কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতত প্রথম দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষ হবার কিছু সময় পর রাতিত কোচবিহার শহরত বিজয় মিছিল বাইর করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বলা। মিছিলত নেতৃত্ব দিছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সাথত তৃণমূলের এইটা মিছিলক কটাক্ষ করিবার ছাড়ে নাই বিজেপি নেতৃত্বলাও।,১৯ শে এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফা শেষ হয়।
আইসা ৪ ই জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। সেইটা ফলাফল ঘোষণার আগত তৃণমূলের বিজয় মিছিলক ঘিরিয়া শুরু হইছে রাজনৈতিক তরজা।তৃণমূল কংগ্রেসের দাবি, আজিকার এইটা নির্বাচনত সাধারণ মানষিলাক তৃণমূল কংগ্রেসক সমর্থন জানাইছে।
এইবার কোচবিহার আসনটাত বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক পরাজিত হবেন।তার বাদে আগাম এইটা বিজয় মিছিল।কিন্তু এইটা বিষয়ত বিজেপির পাল্টা কটাক্ষ, এইবারের লোকসভা নির্বাচনত তৃণমূল কংগ্রেস হারিবে নিশ্চিত তার বাদে ফলাফলের আগত ওমা মিছিল করিল। ফলাফল ঘোষণা হবার পর লজ্জাত বেড়েবার পারিবে না।
এইটা বিষয়ত রাজনৈতিক মহলের মতে, ফলাফল ঘোষণা হবার আগত দলের কর্মী সমর্থকলার মনোবল বৃদ্ধি করিবার বাদে আগাম এইটা বিজয় মিছিল। তৃণমূল কংগ্রেসের কর্মীলার মনোবল চাঙ্গা হবে। লোকসভা নির্বাচন শেষ হবার পরেও রাজনৈতিক তরজা কিছুতে কমেছে না কোচবিহার জেলাত। ফলাফল ঘোষণার অপেক্ষাত আছে গোটে জেলাবাসী।