সংবাদদাতা, ফালাকাটা: আলিপুরদুয়ার লোকসভা আসনত মনোনয়নপত্র জমা দেওয়ার পাছত কোনো রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনী প্রচারত ফালাকাটা বিধান সভা কেন্দ্রত আইসে নাই। তার বাদে ভোটের মরশূমত কনেক ভাটা পরি গেছিল সাধারণ মানষির মনত ।সেই যাগাতে মানষির মনত জোয়ার আনিবার তানে ফির দলের কর্মীগিলার মনবল বাড়েবার তানে বুধবার ফালাকাটাত নির্বাচনী প্রচারত আসিলেন বামফ্রন্ট প্রার্থী আর এস পির মিলি ওঁরাও। উমরা মঙ্গলবার লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিবার পর পত্থম দিনের প্রচারের ক্ষেত্র হিসাবে জেলার বিতাকালের বামদুর্গ ফালাকাটাক বাছি নেওয়ায় বিজেপি-তৃণমূল-এর পাশাপাশি তৃতীয় দল হিসাবে ভোট ব্যাঙ্কত কনেক চাপ বাড়েবার পারে বুলিয়া মনে করেছে রাজনৈতিক মহল। এইদিনা প্রার্থী মিলি ওঁরাও ফালাকাটা টাউন ক্লাবের সভা ঘড়ত দলীয় কর্মী সমর্থকগিলার সথে কর্মিসভা করে। ফালাকাটা শহরত সুভাষপল্লী, মাদারী রোড, বিডিও অফিস রোড,ট্রাফিক মোড়, নেতাজি রোড, হাট খোলা, থানারোড,মিলরোড,হয়ে টাউন ক্লাব পর্যন্ত দলীয় কর্মীগিলাক সাথত নিয়া মিছিলত হাঁটে মিলি ওঁরাও।সথে আছিল, ফালাকাটা ১নং এরিয়া কমিটি সম্পাদক অনির্বান রায়,ডি ওয়াই এফ আই জেলা সভাপতি বপন গোপ, কৃষক নেতা ঈশ্বর রায় সহ আরো ভেইল্লা মানষি। প্রার্থীর সমর্থনত এইদিন মিছিলত প্রায় পাঁচশোরও বেশী কর্মী হাটে বুলিয়া সিপিএম দলীয় সূত্রত জানা যায়।