শিলিগুড়ি: আইসা ২৬শে এপ্রিল দ্বিতীয় দফাত লোকসভা ভোট।শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যত ভোটারলাক সচেতনতার বার্তা দিবার তানে শিলিগুড়িত পৌঁছাইল রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বাউল শিল্পী স্বপন দত্ত।
স্বপন দত্ত রাইজ্যর পূর্ব বর্ধমানের মানষি।শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যত জেলাত জেলাত সচেতনতার বার্তা দেসে উমারা। দ্বিতীয় দফাত দার্জিলিং সাথত অইন্য লোকসভা কেন্দ্রত নির্বাচন আছে।ভোটারলা যাতে শান্তিপূর্ণ করিয়া নিজের ভোট নিজে দিবার পারে তার বাদে সচেতনতার বার্তা নিয়া শিলিগুড়ির রাস্তাত বাউল গান করি বেড়াছে শিল্পী স্বপন।এদিনা রাস্তাত রাস্তাত বাউল গানের মাইধ্যমত সাধারণ মানষিলাক সচেতনতার বার্তা দেয় স্বপন বাবু ।
ওমার বক্তব্য, সবলা ভোট অমূল্য।নিজের ভোট নিজে দেন। ভোট নষ্ট করিবেন না।বাড়ি বাড়ি আর রাস্তাত ভোটের গুরুত্ব বুঝেবার কাম করিছেন ওমা। নিজের উদ্যোগত নানান নাখান লোকসভা কেন্দ্রত এইটা কাম করেছেন।