বাড়ি বাড়ি যায়া প্রচার করিল খড়িবাড়ি ব্লক তৃনমূল কংগ্রেস

নিজ খবরিয়া ,খড়িবাড়ি : আইসা লোকসভা নির্বাচনক সামনত থুইয়া খড়িবাড়ির গৌরসিংজোতের দলীয় কায্যালয় উদ্বোধনের পাছত শুকুরবার বাড়ি বাড়ি যায়া প্রচার করিল খড়িবাড়ি ব্লক তৃনমূল কংগ্রেস ।
এদিনা গৌরসিংজোতত তৃনমূল কংগ্রেসের দলীয় কায্যালয়ত থাকি প্রচার শুরু করিয়া ওইটা এলাকাত নানান নাখান বাড়ি বাড়ি গেইল তৃনমূল কংগ্রেসের সদস্যলা। সাথত উপস্থিত আছিলেন গ্রামের পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায় আর পুস্পা ওঁরাও লাকরা, গোপাল বর্মন সাথত অইন্য সদস্যলা। এদিনা গ্রামের পঞ্চাইয়েত সদইস্য কৃষ্ণ রায় কন রানীগঞ্জ পানিশালী গ্ৰাম পঞ্চাইতের ভিতিরাত বুথে বুথে প্রচার শুরু করিছি, আজি হামার গৌরসিংজোতত বাড়ি বাড়ি যায়া প্রচার করিনো , রাইজ্য সরকারের পরিষেবাগিলা তুলি ধরা হচে। সাধারণ মানষি এইবার তৃনমূল কংগ্রেসের পাশত আছে ওইটা বোঝা যাসে, বিপুল ভোটত জয়ী হবে হামার প্রার্থী ।

Spread the love