বিজেপিক উৎখাত করিবার হুঁশিয়ারি, ৪২টা আসনের প্রার্থীককে তুলে নিবার চ্যালেঞ্জ করিলেক অভিষেক ।

নিউজ ডেস্ক, ৩০ মার্চ, শিলিগুড়ি: বিজেপিক উৎখাত করিবার হুঁশিয়ারি, ৪২টা আসনের প্রার্থীককে তুলে নিবার চ্যালেঞ্জ করিলেক অভিষেক । শনিবার লোকসভা নির্বাচনের প্রচারত জোর আনিবার বাদে মথুরাপুরের কুলপিত কর্মীসভা করিল সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ।

এদিনা দুপুরাত মঞ্চত উঠিয়ায় রাইজ্যের উন্নয়নের তালিকা তুলি ধরিল সাধারণ মানষিলার সামনাত, আইসা আরও ভেল্লা উন্নয়ন মূলক কাম করিবার কাথা দেন উমরা। সাথত বিজেপিক কটাক্ষ করিয়া উমরা কন, প্রধানমন্ত্রী ইডির বাজেয়াপ্ত ৩০০০ কোটি টাকা সাধারণ মানষিক ফিরত দিবার পরামর্শ দিসে, ভারতবর্ষত প্রায় ১৪০ কোটি মানষিক এই টাকা দিলে মানষিলা ২১ টাকা করি পাবে ।

২১ টাকা দিয়া ভাঁওতাবাজি করিয়া ভোট নিবার চাসে বিজেপি। বাংলা ছাড়াত্ত তামিলনাড়ু,কেরালাতও একে কাথা দিসে মোদি । বাংলাত ক্ষমতাত আসিলে লক্ষীরভান্ডার দিবার চাইছে বিজেপি। লক্ষীরভান্ডার বদলি রান্নার গ্যাস ফ্রি করি দিবার কাথা ঘোষণা করুক বিজেপি। এই ঘোষনা করিলে লোকসভাত ৪২ টি আসনের প্রার্থী তুলি নিবার চাল্যঞ্জ করে উময়। অইন্যপাখায় গটোলায় মমতা বন্দ্যোপাধ্যায় দেসে। রাইজ্যত কাথা দিয়া উমরা কাথা রাখেন। বিজেপিক উৎখাত করিবার তানে তৃনমূলের হাত শক্ত করিবার বার্তা দেয় অভিষেক।

সাথত রাইজ্য জুড়িয়া ইডি, সিবিআই, এনআইএ , আইটি অভিযানোক কটাক্ষ করিয়া কন চার কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকলা বাংলাত প্রার্থী হোউক , ডায়মন্ড হারবার , বীরভূম আসানসোল ঝাড়গ্ৰামত প্রার্থী দেউক এজেন্সির আধিকারিকলা।

Spread the love