বিজেপির ইস্তাহার কমিটিত নাই পশ্চিমবঙ্গের কাহ , বাদ যোগীও

নিউজ ডেস্ক,৩১ মার্চ: রাজনাথ সিংহের নেতৃত্বাধীন কমিটিত নির্মলা সীতারামন আহ্বায়ক হিসাবে ও পীযূষ গয়াল ঢোকা-আহ্বায়ক হিসাবে থাইকবে। কেন্দ্রীয় মন্ত্রীলার মইধ্যত ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব, ভূপেন্দ্র যাদবেরঘর আছেন।
লোকসভা নির্বাচনের পত্থম দফাত ভোটগ্রহণের খালি ২০ দিন বাকি। তার আগতে আজি রাজনাথ সিংহের নেতৃত্বত ইস্তাহার কমিটি তৈরি করিল বিজেপি। ২৭ জনের এইটা ইস্তাহার কমিটিত পশ্চিমবঙ্গ থাকিয়া কিন্তুক কাহ জায়গা পাইল নাই।নাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। হিমন্তবিশ্ব শর্মা, মোহন যাদব, বিষ্ণু দেও সাই, ভূপেন্দ্র পটেলের মতো চাইরটা বিজেপি শাসিত রাইজ্য, অসম, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাটের মুখ্যমন্ত্রী এইটা কমিটিত থাকিলেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথক এইটা কমিটিত রাখা হয় নাই।

বিজেপি নেতালার যুক্তি, সগাকে একটা কমিটিতেয় রাখিবার হবে, এমুন কোন কারণ নাই। সগারে নিজ নিজ দায়িত্ব আছে। পশ্চিমবঙ্গের নাখান বিজেপির কাছত গুরুত্বপূর্ণ রাইজ্য, যেঠেনা বিতা লোকসভা ভোটত বিজেপি ১৮টা আসন জিতার পাছত এইবার অমিত শাহ ২৫টা আসন জয়ের লক্ষ্য নিসেন, সেই রাইজ্যের কোনও নেতা কেনে ইস্তাহার কমিটিত নাই, ওইটার জবাব মিলে নাই।

বিজেপির ইস্তাহার কমিটিত দুই সংখ্যালঘু সম্প্রদায়ের তরফত তারিক মনসুর ও অনিল অ্যান্টনি জায়গা পাইসেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ, লোকসভা ভোট শুরুর মাত্র ২০ দিন আগত বিজেপির ইস্তাহার কমিটি তৈরি হওয়াটায় প্রমাণ করে, বিজেপি ইয়াক আনুষ্ঠানিকতা হিসাবে দেখেছে।কিন্তুক কংগ্রেস গোটা দেশের মানষিলা মতামতের ভিত্তিত ইস্তাহার তৈরি করেছে। আইসা সপ্তাহত ওইটা প্রকাশ করা হবে।

Spread the love